নূর মোহাম্মদঃ লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ৭ নং বশিক পুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড নন্দীগ্রামের ওদি আলী বাড়ীর রফিক খলিফার ঘরে বাইরে শিকল লাগিয়ে অগ্নিসংযো গের অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার দিবাগত গভীর রাতে ( রাত১ টায়) দুষ্কৃতকারীরা বসত ঘরের পাশে রান্নাঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের আগে বাইরের থেকে ঘরের দরজাগুলা শিকল দিয়ে আটকে দেয়।
এসময় বাড়ির মানুষের শোরচিৎকার শুনে পাশ্ববর্তী মসজিদের মাইকে ডাকাডাকি করলে বাড়ির আশেপাশের প্রতিবেশিরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।প্রত্যক্ষ্যদর্শী আনোয়ার উল্লার অভিমত, আগুনের লেলিহান শিখা প্রায় ১৫-২০ হাত উপরে উঠে এবং পাশ্ববর্তী গাছপালা পুড়ে যায়।
ভুক্তভোগীদের দাবী তাদের কিশোরী মেয়ের সাথে বিরাহিমপুর গ্রামের নেজার বাড়ির মহসিনের ছেলে ইয়াছিন আরাফাতের (১৯) সাথে প্রেমের সম্পর্ক ছিলো।
ঘটনাটি জানতে পেরে ছেলে মেয়ে উভয়কে সতর্ক করে দেয় এবং যোগাযোগ বন্ধ রাখতে ইয়াছিনকে নিষেধ করে।এতে ক্ষুব্ধ হয়ে ইয়াছিন হুমকি ধমকি দিতে থাকে এবং তারাই এই লোমহর্ষক ঘটনা ঘটায় বলে অভিমত দেন।এ বিষয়ে ইয়াছিন জানায়,প্রেমের ঘটনা সত্য।
অগ্নিকাণ্ডের বিষয়ে আমি জানিনা এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান জানান, ঘটনাস্থলে আমি মেম্বার চকিদারসহ ইউনিয়ন পরিষদে লোকজন দেখেছি। নাশকতার ঘটনায় পুলিশ প্রশাসনকে অবহিত করতে ভুক্তভোগীদের বলেছি।পোদ্দার বাজার ফাঁড়ি থানার ইনচার্জ ইকতার মিয়া জানান, ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ উপস্থিত হয়। নাশকতার বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।