লক্ষ্মীপুরে গরু চুরি বেড়ে চলছে অপরাধীদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হোক
Reporter Name
Update Time :
সোমবার, মে ১, ২০২৩
/
248 Time View
/
Share
মোহাম্মদ আলী জেলা প্রতিনিধ
লক্ষীপুর সদর উপজেলা চন্দ্রগঞ্জ থানা অধীনে গভীর রাতে চোরে চক্র ১২ নং চরশাহী ইউনিয়নের ১নং ওয়ার্ড দক্ষিণ নুরুল্যাপুর ইউছুপ হাজি বাড়ি। সাবেক চন্দ্র গঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মাকসুদুল হাসান রোমানের বাড়িতে রাত ২:২৭ মিনিটে গরু চুরির করে নিয়ে যাওয়ার সময় সিসিটিভি ভিডিও ফুটেজ থেকে ছবি কেটে নেওয়া হয়।এই ছবি চিহ্ন তো করেই অপরাধীদেরকে গ্রেফতারের দাবি জানান ভুক্তভোগী পরিবার।
এ সময় ভুক্তভোগী পরিবার দুঃখ প্রকাশ করি বলে বারবার চোর ডাকাইতে দলে আমরা শিকার হয়।যাদের কারণে আমাদের পরিবার কাঁদতে হইছে আল্লাহ যেন তাদেরকে বিচার করে।এবং দেশবাসীর কাছে অনুরোধ রাখবো যারা এই চোর বাটপারদেরকে লালিত পালিত করেন তাদেরকে আল্লাহ বিচার করবে।
দেশের আইন-শৃঙ্খলা বাহিনী যদি কঠোর হইত তাহলে কি চোর ডাকাতি বেড়ে চলতে পাইতো না যাদের কারণে মানুষের স্বপ্ন ভেঙ্গে যায়।এই গরু আমাদের শখের গরু এই গরু আমাদের স্মৃতি ছিল।যারা আমাদের গরু চুরি করে নিয়ে গেছে যাদের কারণে আমাদের পরিবারের মনে কষ্ট দিয়েছিলে।তাদের কে একদিন আল্লাহ বিচার করবে। আল্লাহর ধরা বড় ধরা,
এই সময় তিনি আরো বলেন,আমাদের মত আর কেউ কাঁদতে না হয় পুলিশ প্রশাসনের কাছে একটি অনুরোধ থাকবে। গ্রামের মানুষকে শান্তি-শৃঙ্খলা ভাবে রাখার চেষ্টা করুন মানুষে অনেক কষ্ট করে জীবন যাপন করে।আইনশৃঙ্খলা বাহিনীর অবনতির কারণে চুরি-ডাকাতি বেড়ে চলছে। গোপন ক্যামেরা সিসিটিভি ভিডিও থেকে ছবি কেটে নেওয়া হয়েছে। এই ছবির লোকটিকে চিহ্নিত করে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়া হোক আর যেন কোন পরিবার কাঁদতে না হয়।
এই সময় চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে গরু চুরির বিষয় কথা বলার সময় তিনি বলেন খুবই দুঃখজনক ঘটনা অনেকদিন থেকে চুরি ডাকাতি বেড়ে চলছে তারা কারা এই চুরি ডাকাতি ইন্দোনদাতা তাদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই সময় চন্দ্রগঞ্জ থানা অফিসের ইনচার্জ এর সাথে গরু চুরি বিষয় কথা বলার সময় তিনি বলেন আমাদের কাছে অভিযোগ আসলে অভিযোগের ভিত্তিতে সুস্থ তদন্ত করে অপরাধীদেরকে চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।