July 11, 2025, 9:29 am
শিরোনামঃ
আ.লীগকে ফেলে দেওয়ার জন্য যা দরকার ছিল, সব করেছি : সিবগাতুল্লাহ রাজধানীর কলাবাগানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে পুলিশ ছদ্মবেশী চাঁদাবাজ গ্রেফতার জাতীয় ভলিবল প্রতিযোগিতায় পুলিশ নারী ভলিবল দল চ্যাম্পিয়ন সাগর হত্যা মামলার আসামি খন্দকার বাকি বিল্লাহ গ্রেফতার ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার গ্রেফতার ৩ রাজধানীতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের তিন সদস্য গ্রেফতার মানিকগঞ্জে আ. লীগের নেতাদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাওয়ের চেষ্টা ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন, ২ জন গ্রেফতার ৬৩ লাখ টাকার সঞ্চয়পত্রে ফাঁসলেন রাজউক উপপরিচালক ও তার স্ত্রী : দুদকের মামলা শেরপুর বিশিষ্ট চাল ব্যবসায়ী রুবেল মাহমুদের নিকট ৩ লক্ষ টাকা চাঁদার দাবি উঠেছে সাংবাদিক উর্মী বিরুদ্ধে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান টিউলিপ সিদ্দিক

Reporter Name

প্রথম বাংলা : যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন। লন্ডন সফররত ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানিয়ে টিউলিপ সম্প্রতি একটি চিঠি পাঠিয়েছেন। রোববার (৮ জুন) ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এ খবর প্রকাশ করেছে।

চিঠিতে টিউলিপ উল্লেখ করেছেন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তা নিয়ে গড়ে ওঠা ভুল বোঝাবুঝি দূর করতেই তিনি ড. ইউনূসের সঙ্গে আলোচনায় বসতে চান।

প্রসঙ্গত, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। তার এবং তার মায়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা পতিত আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতার অপব্যবহার করে ঢাকায় ৭,২০০ বর্গফুটের একটি প্লট লাভ করেছেন। এই বিষয়ে দুদকের তদন্ত চলমান।

তবে টিউলিপ এবং তার আইনি পরামর্শকরা এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তার ভাষ্য, এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এখন পর্যন্ত দুদকের পক্ষ থেকে টিউলিপের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনও যোগাযোগ করা হয়নি।

চিঠিতে টিউলিপ আরও লিখেছেন, ‘যদি আমাদের মধ্যে সাক্ষাত হয়, তাহলে শেখ হাসিনার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো নিয়েও যে প্রশ্ন উঠেছে, তার ব্যাখ্যা দেওয়ার সুযোগ হবে। এতে ভুল বোঝাবুঝি দূর হতে পারে।’

টিউলিপ নিজেকে একজন ব্রিটিশ নাগরিক হিসেবে পরিচয় দিয়ে আরও বলেন, ‘আমি এখানে জন্মগ্রহণ করেছি এবং গত দশ বছর ধরে হ্যাম্পস্টেড ও হাইগেট থেকে নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। যদিও বাংলাদেশ আমার শিকড়, তবে আমি সেখানে বসবাস করি না, জন্মাইনি এবং কোনও আর্থিক বা রাজনৈতিক স্বার্থও নেই।’

তিনি অভিযোগ করেন, তার আইনজীবীরা দুদকের সঙ্গে লন্ডন থেকে যোগাযোগের চেষ্টা করলেও কোনও সাড়া পাননি। উল্টো সংস্থাটি ঢাকার একটি অজানা ঠিকানায় নথিপত্র পাঠাচ্ছে এবং গণমাধ্যমে ধারাবাহিকভাবে তদন্ত সম্পর্কিত তথ্য ফাঁস করা হচ্ছে, যা প্রক্রিয়াটিকে প্রশ্নবিদ্ধ করছে।

টিউলিপ বলেন, ‘আপনি নিশ্চয়ই বুঝবেন, এসব রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি করা অভিযোগ কীভাবে আমার সংসদীয় দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করছে।’

উল্লেখ্য, গত বছর যুক্তরাজ্যের মন্ত্রী মানদণ্ড বিষয়ক উপদেষ্টা তাকে দায়মুক্ত ঘোষণা করলেও বিতর্কের কারণে তিনি নিজেই পদত্যাগ করেন, যাতে কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন নতুন সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত না হয়।

ড. মুহাম্মদ ইউনূস ৯ জুন লন্ডন সফর শুরু করবেন। তার সফরে রয়্যাল পরিবারের পক্ষ থেকে দেওয়া ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণ এবং আন্তর্জাতিক থিংক ট্যাংক চ্যাথাম হাউজ-এর একটি অনুষ্ঠানে অংশগ্রহণের কথা রয়েছে। সফরকালে তার ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠকেরও কথা রয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
সময়ের কণ্ঠস্বর



Our Like Page
Developed by: BD IT HOST