এস এম পারভেজঃ
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ভাষাবীর মরহুম এম এ ওয়াদুদের সহধর্মিনী ও শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনির মা রহিমা ওয়াদুদ ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন।৬ মে শনিবার দুপুর ১২টায় তিনি ঢাকার কলাবা গানস্থ তার নিজ বাসভবনে মারা যান। বিষয়টি নিশ্চিত করেন শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাড. সাইফুদ্দিন বাবু। মৃত্যুকালে রহিমা ওয়াদুদের বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।
জানা যায়, রহিমা ওয়াদুদ তাঁর দুই সন্তান শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপুসহ মৃত্যুকালে বহু গুণগ্রাহী রেখে গেছেন। পেশায় রহিমা ওয়াদুদ একজন শিক্ষক ছিলেন। তিনি চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও একসময় শিক্ষকতা করে গেছেন।
তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর সদরের রামপুর ইউনিয়নে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাড. সাইফুদ্দিন বাবু বলেন, রহিমা ওয়াদুদ একজন আলোকিত নারী ছিলেন।
তাঁর জানাজা আগামীকাল রোববার বাদ আসর ঢাকার কলাবাগান মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।