সবুজ হোসেন রাজা সিরাজগঞ্জ প্রতিনিধি :
জনাব শিম্মি উজ জাহান দ্বিতীয় বার আবার জাতীয় শিক্ষা পদক নির্বাচন কমিটি -২০২৩ খ্রী: কতৃক সিরাজগঞ্জ জেলা র শাহজাদপুর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।শিক্ষা জীবনে তিনি – সরকারি এডওয়ার্ড বিশ্ববি দ্যালয় কলেজ,পাবনা হইতে ২০০৬ইং সালে বিএসসি (অ নার্স) ও ২০০৭ইং সালে এমএসসি (প্রানী বিজ্ঞান) ফাষ্টক্লা স পেয়ে উত্তীর্ন হয়েছিলেন।
পরবর্তীতে ডিপিএড/সিইনএড (ফাষ্ট ডিভিশন) পেয়েছেন। চাকুরী জীবনে তিনি- গত ২০/০৮/২০১৩ ইং সরাসরি প্রধান শিক্ষক পদে যোগদান করে বতর্মানে বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (শাহজাদপুর,সিরাজগঞ্জ) এ কর্মরত আছেন। জন্ম সূত্রে তার- পিতা মৃত শাহজাহান সর কার একজন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যাবসায়ী ছিলেন। তার মাতা মৃত শাহানারা সুলতানা কিরনবালা সরকারি প্রাথ মিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ছিলেন। উল্লেখ্য যে তি নি ১৯৮৭ সালে শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা নির্বাচিত হয়েছিলে
সাংসারিক জীবনে তিনি – স্বামী,এক পূত্র ও এক কন্যা স ন্তান কে নিয়ে শাহজাদপুর পৌরসভার খঞ্জনদিয়ার মহল্লায় বসবাস করছেন।সংশ্লিষ্ট ক্লাষ্টার প্রধান সহ: উপজেলাশিক্ষা অফিসার জনাব আনিসুজ্জামান কে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকসং পর্কে প্রশ্ন করলে জানান শিম্মি উজ জাহান এর উপজেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হওয়ার সকল যোগ্যতা যেমন,শিক্ষা, মেধা,বিদ্যালয় ব্যাবস্থাপনা ও শৃজনশীলতা সহ সকল যো গ্যতা তার আছে বলেই তাকে শেষ্ঠত্ব এনে দিয়েছে।