মোঃ মোফাসসেল সরকার,বিশেষ প্রতিনিধি,
প্রতি বছরের ন্যায় চলতি বছর ২০২২ খ্রিঃ কিশোর।গঞ্জের কটিয়াদী পৌর সদরে মহিলা বিষয়ক অধিদ প্তর কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত স্বেচ্ছাসেবী ডেভেল পমেন্টফরসোসাইটি”(ডিপিএস), এর আয়োজনে ”
শীত সামগ্রী “বিতরনের উদ্দ্যােগ গ্রহন করা হয়েছে। এ কর্মসুচি বাস্তবায়নে সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতায় শীতকৃষ্ট মানুষের মাঝে কম্বল বিতরনের কর্মসুচির সাথে আপনার দানের মাধ্যমে পাশে থাকার আহবান।
আসুন উষ্ণ কাপড় (কম্বল,সোয়েটার,জ্যাকেট ও চাদর ইত্যাদি) দিয়ে তাদের পাশে দাঁড়াই। যে কোন ধরনের সাহায্য সহযোগিতা পাঠাতে বা যোগাযোগ করুন বিকাশ ০১৭১৮-১১৫০৫২ নাম্বারে আপনার সামর্থ্য অনুযায়ী
সাহায্য সহযোগীতা করুন আপনার এ সাহায্য একজন গরীব মানুষের একটু সহায়তা হবে। মানুষ মানুষের জন্য এ স্লাোগান কে বাস্তবায়ন করি।