January 20, 2025, 1:53 pm
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শ্রমিক লীগ নেতা গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় শ্রমিক লীগ নেতা তালুকদার মো. মনিরকে গ্রেফতারের প্রতিবাদে তেজগাঁও-মহাখালী সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে ঐ এলাকাসহ রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।

বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মো. মনিরকে গ্রেফতার করার খবর ছড়িয়ে পড়ার পর শ্রমিকরা রাস্তায় নেমে আসেন এবং তেজগাঁও ও সাতরাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

ওসি গাজী শামীমুর রহমান বলেন, আওয়ামী লীগপন্থী শ্রমিক সংগঠনের নেতা তালুকদার মো. মনিরের নামে পল্টন থানায় একটি হত্যা মামলা রয়েছে। ঐ মামলায় বিকালে তাকে গ্রেফতার করা হয়। পরে আওয়ামী লীগের নেতা-কর্মী ও তার অনুসারী শ্রমিকরা ট্রাক দিয়ে তেজগাঁও সড়ক অবরোধ করে। টায়ার জ্বালিয়েও বিক্ষোভ করে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি। রাত সাড়ে আটটার দিকে তারা সড়ক ছেড়ে চলে যায়।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর শ্রমিকরা ট্রাকস্ট্যান্ড থেকে কয়েকটি ট্রাক দিয়ে রাস্তা অবরোধ করে। তারা তেজগাঁও সাতরাস্তা থেকে তিব্বত মোড় পর্যন্ত সড়ক অবরোধ করে। রাস্তা অবস্থান নিয়ে শ্রমিকরা অগ্নিসংযোগ ও বিক্ষোভ করতে থাকে। এতে তেজগাঁও, মহাখালীসহ আশপাশের বিভিন্ন রাস্তায় হাজার হাজার গাড়ি আটকে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) স্নেহাশীষ দাস বলেন, পরিবহন শ্রমিকরা প্রায় আড়াই ঘণ্টা তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার তিব্বত ও সাত রাস্তা মোড় অবরোধ করে রাখে। মূল সড়ক ছাড়াও অলিগলিতেও যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। পরে থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে আটটার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দেয়।



Our Like Page
Developed by: BD IT HOST