প্রথম বাংলা – জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী আশরাফুল আলম অফিসের কাজ শেষে রাত ১২.৩০ মি, বাসায় ফেরার পথে টঙ্গী মিলগেইট, কাদেরিয়া টেক্সটাইল মিলস গেট সংলগ্ন ফ্লাই ওভারের গোড়ায় পৌঁছিলে ৫/৬ জনের সংঘবদ্ধ একটি ছিনতাই কারী চক্র তার পথরোধ করে চাপাতি ও চাকু দিয়ে মাথায় আঘাত করে হাতে থাকা মোবাইল, মানিব্যাগ ও নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
এতে সে গুরুতর আহত হয়, তাৎক্ষনিক ভাবে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে, বিষয়টি টঙ্গী পশ্চিম থানার ওসি কে অবগত করা হলে তিনি ঘটনাস্থলে টহল পুলিশ প্রেরণ করে চিকিৎসার খোঁজ খবর সহ ছিনতাই কারীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন।