নিজস্ব প্রতিবেদক :
জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ’র সিনিয়র স্টাফ রিপোর্টার, জাতীয় দৈনিক অগ্নিশিখা’র সাবেক সিনিয়র স্টাফ রিপোর্টা র,জাতীয় দৈনিক আমাদের নতুন সময়’র সাবেক সহ সম্পাদক (মফস্বল),জাতীয় দৈনিক সরেজমিন বার্তা’র, সাবেক বার্তা সম্পাদক,ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউ জে)’র সদস্য,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সদস্য সাংবাদিক বাহাউদ্দীন তালুকদা র’কে প্রাননাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দারুসসালাম থানায় একটি সাধারন ডায়রী করেছেন।
বৃহস্পতিবার (১৫ জুন ২৩) বিকাল ৩ টা ১৫ মিনিটে নিউজের বিষয় ডকুমেন্টস দিবে বলে হোয়াটসঅ্যাপে আসতে বলে কল দিয়ে কোন কিছু বুঝার আগেই সাংবাদিক বাহাউদ্দীন তালুকদার’কে বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি প্রদান করেন। দারুসসালাম থানার জিডি নং ৭৯৩, তারিখ ১৫-০৬-২০২৩।
সাধারন ডায়রী সুত্রে জানা যায়, গত বুধবার (১৪ জুন ২৩) সন্ধা আনুমানিক ৭ টায় দারুসসালাম থানাধীন দিয়া বাড়ি ঘাটে অবস্থানের সময় এই নাম্বার (+৮৮০১৯৭১—-৫৪) থেকে সাংবাদিকের ব্যক্তিগত এই নাম্বারে (০১৮৪১—-৭১) ফোন দিয়ে বলছে আপনি কি বাংলা ভিশন থেকে বলছেন? সাংবাদিক বলেন না পরবর্তীতে ফোন কেটে দেন। গত বৃহস্পতিবার (১৫ জুন ২৩) বিকাল ৩ টা ১৬ মিনিটে হযরত শাহ্ আলী মাজার শরিফের অপজিটে অবস্থানের সময় এই নাম্বার (+৮৮০১৮৪৯—-১৪) থেকে সাংবাদিকের ব্যক্তিগত এই নাম্বার (০১৮৪১—-৭১) ফোন দিয়ে বলেন আপনি কি এটিএন বাংলা থেকে বলছেন সাংবাদিক বলেন বল্লাম কি বিষয় সে বল্লো কিছু নিউজের বিষয় ডকুমেন্টস দিবে বলে হোয়াটসঅ্যাপে আসতে বললেন। সাংবাদিক হোয়াটসঅ্যাপে আসলে কল দিয়ে কোন কিছু বুঝার আগেই সাংবাদিককে বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি প্রদান করেন। পরবর্তীতে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে সাধারন ডায়েরী করেন।
এবিষয়ে সাংবাদিক বাহাউদ্দীন তালুকদার বলেন, কে বা কাহারা আমার পরিচয়’কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এ চেষ্টায় সফল না হয়ে পরবর্তীতে ক্ষিপ্ত হয়ে আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করেন। আমি আমার জীবনের নিরাপত্তা চেয়ে দারুসসালাম থানায় সাধারন ডায়েরী করি। আমার বিরুদ্ধে যারা অপপ্রচার করছেন তাদের’কে বলতে চাই আপনারা আমার বিষয়ে জানুন ও বুঝুন তারপরে মন্তব্য করবেন। না জেনে আমার বিষয় কোনো মন্তব্য করবেন না। আমি সত্যের পক্ষে আছি এবং থাকব ইনশাআল্লাহ, যত বাধা আসুক না কেন।
এ বিষয়ে দারুসসালাম থানার এস আই জুয়েল আহমেদ জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, সাংবাদিককে প্রাণনাশের হুমকির বিষয়ে জিডি হয়েছে। সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।