সারাদেশে বিএনপির পথযাত্রা ও অস্থিরতা তৈরির প্রতিবা দে শান্তির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।অন্যদিকে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জেলা পর্যায়ে পথযাত্রা করেছে বিএনপি।শুক্রবার দেশব্যাপী এসব কর্মসূচী পালন করছে প্রধান দুই দল।
বিএনপি ও জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাসী ও জঙ্গিবাদ কর্মকান্ডের প্রতিবাদে কুড়িগ্রামে আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে শুক্রবার বিকেলে জেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের আয়োজ নে শাপলা চত্বর মোড়ে জেলা আওয়ামীলীগ অফিসের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন নেতারা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামীলীগ,যুবলীগ,সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শান্তি মিছিলে অংশ নেন।
এদিকে দেশব্যাপী বিএনপির নৈরাজ্য ও অস্থিরতা তৈরির প্রতিবাদে কুড়িগ্রামে শান্তির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি ও আওয়ামীলীগ এবং জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মোঃ রাজু আহাম্মেদ বলেন, আওয়া মীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশ উন্নত হয়,দেশের গরিব অসহায় মানুষদের বিভিন্ন ভাতা দেয়া হয়।আর বিএনপি সরকার থাকলে দেশকে অস্থিতিশীল আগুন সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে।
এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে তারা বলেন,আগামী ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচ ন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হবে।এদিকে যুগপৎ আন্দোলের অংশ হিসেবে পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে, বক্তরা বলেন,১০দফা দাবি আদায়ের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচী চালিয়ে যাবেন তারা।