নিজস্ব প্রতিবেদক :- সিঙ্গাপুর,মালায়শিয়া বাবিসাস অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারী ২০২৪ এ বিষয়ে জয়া ইন্টাটেইনমেন্ট ইউএসএ ও বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস)চুক্তিপত্রে স্বাক্ষরিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন জয়া ইন্টারটেইনমেন্ট এর চেয়ার ম্যান আলমগীর আহমেদ,বাবিসাস সভাপতি আবুল হোসে ন মজুমদার,মিস এশিয়া ফটো সুন্দরী খাদিজা আক্তার রাহা ,বাবিসাস সাধারণ সম্পাদক সামছুল হুদা ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইমুম রহমান।সংশ্লিষ্ট দেশের সাংস্কৃতিক সংগ ঠন ও সাংস্কৃতিক ব্যক্তিদের সাথে আলোচনা সভা করবেন তিনি।বাবিসাস এর দুই যুগ পূর্তি উপলক্ষে এশিয়া সাংস্কৃতিক সম্মেলনে যোগ দিতে আজ সকাল বাংলাদেশ বিমানে সিঙ্গাপুর।
এর উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
ফ্লাইট নং বিজি- ৫৮৪ সকাল ৮টা ৩০ মিনিটে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।বিমান বন্দরে বাবিসাস এর সদস্যরা বিদায় জানান সিঙ্গাপুর কন ভেনশন সেন্টারে ২-৩ নভেম্বর অনুষ্ঠেয় (দক্ষিণ-পূর্ব এশী য় দেশগুলির এবং আরও কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঙ্গে পৃথক আলোচনা করবেন।
মিটিং শেষে ৫-৬ নভেম্বর মালায়শিয়া মাটিং করবেন তারপর ৭ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য থাইল্যান্ড এর উদ্দেশে মালায়শিয়া ত্যাগ করবেন।