আবদুল মামুন, সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে ৬৯ লিটার বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী পরস্পর যোগসাজসে ফেনীর সীমান্তবর্তী এলাকা হইতে একটি মাইক্রোবাস যোগে নেশাজাতীয় অবৈধ বিদেশী মদ সহ চট্টগ্রাম শহরের দিকে আসতেছে।
উক্ত সংবাদ এর ভিত্তিতে সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ এর দিকনির্দেশনায় রাত্রিকালীন মোবাইল ডিউটিতে নিয়োজিত এসআই মোঃ খুরশীক আলমকে সীতাকুণ্ড মডেল থানাধীন ভাটিয়ারী ইউপির কদমরসুল নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর অবস্থান করে এমন সময় শুক্রবার (১৯ মে) রাত ১০ টার দিকে উক্ত গাড়ীটি আসতে দেখে বর্ণিত অফিসার ও ফোর্সগন গাড়ীটিকে থামানোর জন্য সংকেত দিলে উক্ত গাড়ীটি আরোও দ্রুত গতিতে চালিয়ে তাদেরকে অতিক্রম করে চলে যায়। তখন বর্ণিত অফিসার ও সঙ্গীয় ফোর্সগন তাদের সাথে থাকা সরকারী গাড়ী যোগে দ্রুত উক্ত গাড়ীটিকে ধাওয়া করে।
একপর্যায়ে উক্ত গাড়ীটি সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারী ইউপিস্থ মাদাম বিবির হাট সংলগ্ন নেভী রোডে ঢুকে পড়ে। তখন উক্ত গাড়ীর চালক পুলিশের গাড়ীর অবস্থান সন্নিক টে বুঝতে পেরে একপর্যায়ে কৌশলে গাড়ীটি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড মডেল থানাধীন ভাটিয়ারী ইউপিস্থ খাদেমপাড়াস্থ বানৌজা ঈসাখাঁ ঘাঁটি এর প্রধান ফটকের সামনে রাস্তার উত্তর পাশে থামিয়ে গাড়ী থেকে নেমে দৌঁড়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে আসামীদের আটক করতে না পারায় উক্ত গাড়ীটির কাছে এসে উপস্থিত সাক্ষীদের সম্মূখে উক্ত গাড়ীটি তল্লাশী করে বর্নিত গাড়ীর ভিতরে ছয়টি ভিন্ন প্লাস্টিকের বস্তায় ৯৩টি বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ এর সর্বমোট পরিমাণ ৬৯ লিটার মদ জব্দ করা হয়।
উক্ত মদের আনুমানিক মূল্য তিন লক্ষ ৭২ হাজার টাকা এবং মদ পরিবহনে ব্যবহারিত একটি সিলভার রংয়ের চাবিসহ HIACE মাইক্রোবাস, যাহার রেজিঃ নং:- চট্ট মেট্টো- চ -১১-৭৬১৫ সহ জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, আমরা ৯৩ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ করি। এর আনুমানিক মূল্য তিন লক্ষ ৭২ হাজার টাকা এবং এর সাথে জড়িত কাউকে আটক করতে পারিনি। উক্ত ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ আলোকে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামীদের সনাক্ত পূর্বক গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।