এমডি ইলিয়াছ সেনবাগ প্রতিনিধি
বৈরী আবহাওয়া ও শ্রমিক সংকটের কারনে ইরি-বোরো ধান কারটে না পারা দিশেহারা কৃষকের পাশে এসে দাড়ি য়েছে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাত্রলীগ ও স্বেচ্ছা সেবক লীগ। শনিবার সেনবাগ উপজেলা ছাত্রলীগ নেতা আাবু শোয়েব ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সফিকুজ্জামান সীমুর নেতৃত্বে পৃথক ভাবে উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নে অন্তত ২০জন কৃষকের ধান কেটে ও মোড়াই করে কৃষকের বাড়িতে পৌছে দিয়ে ছে তারা।এছাড়াও উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে ৯টি ইউনিয়নে কৃষকের ধান কেটে দেওয়ার জন্য ছাত্রলীগ নেতা হাসিবুল আলম শান্ত,আবু বক্কর ছিদ্দিক,খাঁন শাহরিয়া র,আবু সাকের,মহি উদ্দিন বাবু,সোহাগ,হাসান,আবু রাজ শোভন,রবিন,
সম্রাট,আরাফাত,রাজু,জাবেদ,সাকিব,আকরাম,শরিফ,বাবু ,সালাউদ্দিন,ফরহাদ হোসেন,মামুন,বাহার,পারভেজ,আবদু ল্লাহ আল মামুন,সাজু,আসিফ,ফখরুল ইসলাম,নজরুল ইসলাম,শাওন,রাতুল,সাইফুর রহমান শাওন,মর্তুজা সজিব , রিয়াদ মিয়াজি,হৃদয়,আফ্রি,পাপ্পু,তামিম,নজরুল ইসলাম হৃদয়,জুয়েল,আরিফ,জয়,সিফাত,আমান,হৃদয় ফরাজি ,ইমাম উদ্দিন,তারেক,আরমান,শাহাদাৎ,আল আমিনের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। যে কোন প্রয়োজনে ছাত্রলীগের নেতাদের ডাক দিলে তারা কৃষকের ধান কেটে দিবে।