এমডি ইলিয়াছ সেনবাগ প্রতিনিধ:
নোয়াখালী সেনবাগে বীর বিক্রম শহীদ তরিক উল্যা স্টেডিয়ামে তাঁত ও বস্ত্র মেলার উদ্বোধন করা হয়।
১লা মার্চ বিকেলে ছমিরমুন্সীহাট বীর বিক্রম শহীদ তরিক উল্যা স্টেডিয়ামে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করলেন – সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বেগম।এসময় উপ স্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি,সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী,উপজেলা প্রকল্প কর্মকর্তা অখি ল শিকারী,মেলার আয়োজক নাজিম উদ্দিন,সাংবা দিক জাহাঙ্গীর আলম,সাংবাদিক মোঃ হারুন,আও য়ামী লীগ নেতা বাবুল সহ আরো অনেকে।
মেলায় প্রবেশের টিটেকের মুল্য থাকছে ১০ টাকা।
স্বাধীনতার মাসে এই তাঁত ও বস্ত্র মেলা পহেলা মার্চ থেকে ২২শে মার্চ পর্যন্ত চলবে,মেলায় ৪৮টি স্টল স্থান পেয়েছে। রয়েছে তাঁতবস্ত্র সহ শিশুদের বিনোদ নের জন্য নাগর,দোলা,ম্যাজিক বোর্ট,ট্রেনসহ অনে ক রকমের খেলনা,ফুচকা ও চটপটি দোকান।উদ্বো ধনী দিনে মেলায় গিয়ে দেখা গেল মেলায় এখনও স্টল তৈরির কাজ চলছে,তবে আয়োজক কমিটির লোকজন জানান আগামী ৫মার্চ থেকে পুরোদমে মেলা চলবে।তবে নোয়াখালী -ফেনী হাইওয়ে সড়কে র পাশে এই মেলা হওয়ায় – সড়ক দূর্ঘটনার ঝুঁকির সম্ভাবনা রয়েছে।