এমডি ইলিয়াস সেনবাগ প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউ নিয়নের খাজুরিয়া সর্দারপাড়া মোহাম্মদিয়া মাদ্রাসা র ৩য় শ্রেণীর ছাত্রী ছায়মা আক্তার আজ বৃহস্পতি বার মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার পথে নগদ ২৬ হাজার টাকা ও প্রায় ২ ভরি স্বর্নালংকার সহ একটি ব্যানেটি বেগ রাস্তায় কুড়িয়ে পায়।
পরে সেই বেগটি প্রথমে স্হানীয় দোকানদার শাহ আলমের নিকট জমা দেয়। পরে বাড়ি গিয়ে ছাত্রীটি তার বাবা জাফরকে ঘটনাটি বললে জাফর ওই দোকানদার শাহ আলম থেকে বেগটি সে তার নিজে র হেফাজতে রাখে।পরে ওই বেগটি খুলে বেগের মালিক লিপি আক্তারের ফোন নাম্বারে কল দিলে বেগের মালিক এসময় হাউমাউ করে কাঁদতে কাঁদতে স্হানীয় সাবেক মেম্বার বেলালের বাড়িতে গিয়ে জাফরের কাছে বেগটি পাওয়া যায়।
পরে জাফর বেগ ও মালিককে নিয়ে শাহ আলমের দোকানে গিয়ে এলাকাবাসীর সামনে বেগের প্রকৃত মালিককে টাকা এবং স্বর্নাংকার সহ সকল কিছু বুঝিয়ে দেয়।এখবর এলাকায় ছড়িয়ে পড়লে বহু লোকজন এই ছাত্রীকে এক নজর দেখতে আসে,এবং তাকে ধন্যবাদ জানায়।
বেগের মালিকের স্বামীর বাড়ি সর্দারপাড়া জব্বার সরকারের বাড়ি সে বাপের বাড়ি কালারাইতা থেকে স্বামীর বাড়িতে অটোরিকসা যোগে আসছিলো।