এ কে এম নোমান
নোয়াখালী সেনবাগ উপজেলা ৬ই সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ মিনিটের সময় সেনবাগ থানার নবাগত অফি সার ইনচার্জ নাজিম উদ্দিনের সাথে সেনবাগ মিডিয়া ক্লাবে র শুভেচ্ছা সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিগত ১লা সে প্টেম্বর সেনবাগ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন পাটোয়ারীর স্থলে নবাগত অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন নিয়োগ প্রাপ্ত হন। উনার নিজ বাড়ির এলাকা সীতাকুণ্ড। তিনি কক্সবাজার রামু থানা হতে বদলি হয়ে সেনবাগ থানায় এসেছে। সেনবাগ মিডিয়া ক্লাবের সভাপতি সেক্রেটারি ও সদস্যবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় সভা করেন।
শুভেচ্ছা সভায় উপস্থিত ছিলেন,সেনবাগ মিডিয়া ক্লাবের বিভিন্ন পত্রিকার গণমাধ্যম কর্মী,ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়া সদস্যবৃন্দ।অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন সব সাংবাদিকের উদ্দেশ্যে তিনি সেনবাগের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন,
তিনি আরো বলেন,সাংবাদিক হলো জাতির বিবেক আপনা রা বস্তুুনিষ্ট সংবাদ পরিবেশন করবেন আমি আপনাদের সাথে আছি থাকবো।এক আনন্দঘন আয়োজনের মুহূর্তে সেনবাগ থানার ওসি নাজিম উদ্দিন সাহেব সবাইকে শুভে চ্ছা বিনিময় এর মাধ্যমে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ সমাপ্তি করেন।