January 20, 2025, 12:28 pm
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সেনবাগ থানা পুলিশ কর্তৃক শর্টগানের ০৪ (চার) রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার

Reporter Name

এমডি ইলিয়াছ সেনবাগ প্রতিনিধি

নোয়াখালী সেনবাগ থানা পুলিশ কর্তিক শার্টগানের ৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার।গতকাল ২৮/২/২০২৩ তারিখ রাত অনুমান ০৭.৩০ ঘটিকায় এসআই/ বিকাশ সাহা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় ইমার্জে ন্সি মোবাইল- ৫১ ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেনবাগ থানা ধীন অর্জুনতলা ইউপি’র দক্ষিন গোরকাটা সাকিনস্থ জনৈক জাহাঙ্গীর মিয়ার মালিকানাধীন অব্যবহৃত মুরগীর খামারের পেছনে একটি পলিথিনে মোডানো স্বচ্ছ প্লাস্টিক বক্সে রক্ষিত ০৪ (চার) রাউন্ড শর্টগানে র তাজা কার্তুজ, যার গায়ে ইংরেজিতে RIO AMM O 12GA, CVC 12, NOBEL 12 SPORT লেখা আছে,পরিত্যক্ত অবস্থায় উদ্ধারপূর্বক বিধি মোতাবে ক জব্দ করা হয়।ঘটনার বিষয়টি সেনবাগ থানার সাধারন ডায়েরী নং ১২৩২ তাং ২৮/২/২০২৩ খৃঃ মুলে লিপিবদ্ধ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST