এমডি ইলিয়াছ সেনবাগ প্রতিনিধি:
শনিবার (১৩ মে ) নোয়াখালীর সেনবাগ উপজেলার তৃণমূল আওয়ামী লীগের আয়োজনে পৌরসভার উত্তর শাহাপুরে ঈদ পরবর্তী তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,বাফুফের বর্তমান সহ-সভাপতি ও তমা কনস্ট্রাকশন এর কর্ণধার আতাউর রহমান মানিক ভূঁইয়া, ২০০৮ সালে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী,জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন এফসিএ , সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবু জাফর টিপু, সাবেক ছাত্রনেতা শিহাব উদ্দিন শিহাব।
সেনবাগ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন,সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল আজিম চৌধুরী মানিক ও সাবেক পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোঃ নূরের জামান চৌধুরী।
মাওলানা আবদুল মান্নান এর কন্ঠে পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে সভা সূচনা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন,যুবলীগ নেতা দিদারুল ইসলাম দিদার, শ্রমিক লীগের নেতা নূর নবী চিশতি,ছাত্র লীগ নেতা নূর ইসলাম ফরহাদ,সাবেক পৌর আওয়ামী লীগের নেতা কামরুজ্জামান বাবলু,সাবেক ৬নং কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মাঈন উদ্দিন ভূঁইয়া লিটন,সেনবাগ উপজেলা তৃণমূল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী,স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষক,ওলামায়েকেরাম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
এসময় তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তাগণ বলেন, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হবেন সেনবাগ উপজেলার বাসিন্দা বর্তমান এমপি আলহাজ্ব মোরশেদ আলম তৃণমূলের ভোট বিহীন স্বেচ্চায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করে বহাল রযেছেন এবং তৃণমূলের কাউন্সিলরগণের ভোট বিহীন ইউনিয়ন কমিটি এবং সেনবাগ উপজেলা আওয়ামী লীগের কমিটি মানিনা। আমরা সেনবাগ উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলরদের ভোট বিহীন সভাপতি ও সাধারণ সম্পাদক কে অবাঞ্ছিত ঘোষণা করছি।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নিকট দৃষ্টি আকর্ষণ করছি যে,অনতিবিলম্বে ভোট বিহীন সেনবাগ উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিল করা হোক।বক্তরা আরো বলেন,এখনো সেনবাগ উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু জাফর টিপু।