October 13, 2024, 1:13 pm
শিরোনামঃ
মোহাম্মদপুরে সেনা-র‌্যাবের পোশাকে বাসায় ডাকাতি, গ্রেপ্তার ৮ মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪ এলপি গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন উপদেষ্টা রমনায় বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার মাদক ব্যবসায়ীদের হাতে খুন হন স্বপন ভদ্র প্রভাত ফিরে এসো” দিয়ে মঞ্চ মাতালেন অভিনেত্রী উর্মি সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানের রমনা কালী মন্দির পরিদর্শন বিএমএসএফের প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফরের ৪৯তম জন্মদিন আজ যেই চোরকে ছেড়ে দিয়েছিলেন, সেই এসে বুকে মারল ছুরি রামপুরা মহানগর প্রজেক্টে বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যা; গ্রেফতার ৫
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সোনাগাজীতে সান জেনারেল হাসপাতালের এমডি ‘র বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

Reporter Name

সোনাগাজীতে সান জেনারেল হাসপাতালের এসোনাগাজী (ফেনী) প্রতিনিধি :-

ফেনীর সোনাগাজীতে সান জেনারেল হাসপাতালের এমডি মোঃ আলাউদ্দিনের বিরুদ্ধে আর্থিক প্রতারণা র অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু ইউসুফ।শনিবার (৭ই জানুয়ারী) বিকেলে সোনাগাজী পৌর শহরের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে “সান ডায়াগনস্টিক এণ্ড কেয়ার লিঃ” মুগদা,ঢাকা (ট্রেড লাইসেন্স নং- ০২০৬ ৩৮৭০,জয়েন স্টক রেজিঃ নং- ১৩১৫০৯) এর চেয়া রম্যান পরিচয়ে প্রবাসী আবু ইউসুফ,স্বরাজপুর, সোনাগাজী,ফেনী বলেন- আমরা প্রবাসে আয়লদ্ধ অর্থ দিয়ে গত ৩০/০৫/২০১৬ইং অত্র প্রতিষ্ঠানের ৮৫% শেয়ার ক্রয় করি, বাকী ১৫% শেয়ারের মালিক পক্ষকে পরিচালনার দায়িত্ব দিয়ে আমরা প্রবাসে চলে যাই। কিছুদিন পর থেকে ২য় পক্ষ প্রতি মাসে লোকসান দেখিয়ে আমাদেরকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে।

এমতাবস্থায় আমরা ৮৫% শেয়ারের মালিকগণ বাধ্য হয়ে প্রতিষ্ঠানটি বিক্রি করার সিদ্ধান্ত নিই। অনেক দরকষাকষির পর ২৩/০৬/২০১৮ইং আমাদের সমুদ য় শেয়ার ২য়পক্ষের মোঃ আলাউদ্দিন (জাতীয় পরিচয়পত্র নং ২৬১১২৯৩১৬০২৬০, মোবাইল নং ০১৭২০৬৪৪৮৭১) এর নিকট ৬৮,০০,০০০/= (আট ষট্টি লক্ষ) টাকার বিনিময়ে ৩মাসের মধ্যে সমুদয় অর্থ প্রদানের শর্ত সাপেক্ষে চুক্তি করি। কিন্তু বায়না র ১০ লাখ টাকার পর থেকে সে গড়িমসি শুরু করে।

ডিড এর ৫টি চেকের ১টি চেকও পাশ হয়নি। টাকার জন্য তাগিদ দিতে থাকলে এবং দফায় দফায় বৈঠক করলে লভ্যাংশের কিছু টাকা প্রদান করে। কিন্তু এখনো তার নিকট মুলধন ও লভ্যাংশ বাকি। বারবার টাকার জন্য দাগিদ দিয়ে ব্যর্থ হয়ে সু-বিচার চেয়ে ১৬/১০/২০১৯ইং তারিখে মুগদা থানায় জিডি নং- ৮২৮ দায়ের করি। কিন্তু কোন প্রতিকার পাইনি।

করোনা মহামারীর কারণে আমরা প্রবাসীরা দেশে আসতে না পারায় সে আরও বেশী ভয়ংকর হয়ে উঠে,২৪জন মালিকের মধ্যে ১৮জন (যাহার ৮৫℅ শেয়ারের মালিক আমার পক্ষে হলেও সে সম্প্রতি প্রতিষ্ঠানের সাইনবোর্ড পরিবর্তন করে বেআইনি ভাবে লিঃ শব্দটি বাদ দেয়, বাধ্য হয়ে মুগদা থানায় পুনরায় জিডি নং-১৫৩৩ (২৮/০৮/২০২১) দায়ের করি। এবং ডিসি মতিঝিল,প্রবাসী কল্যান মন্ত্রণালয় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর একটি পত্র দেই যার স্মারক নং ১২৩০ (০৫/০৯/ ২০২১)।

আলাউদ্দিন আইনলঙ্ঘন করে বেআইনি ভাবে প্রতিষ্ঠানের সাইনবোর্ড পরিবর্তন করে প্রতিষ্ঠানটি তার নিজের দখলে নিতে চায়, পাওনা টাকা চাইলে আমাদের প্রাণনাশের হুমকি দেয় এবং বিভিন্ন ভাবে হয়রানি করে যাচ্ছে। উল্টো সে আমার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী আচরণের মামলা করে। অথচ মামলা দায়েরের সময়ে আমি সৌদি আরব অবস্থা নরত ছিলাম। সম্প্রতি সে আমাদের না জানিয়ে আমাদের অর্থ দিয়ে সোনাগাজীতে সান জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করে যা কোন বোর্ড মিটিংয়ে পাশ হয়নি।

এমতাবস্থায় আমাদের বিনিয়োগকৃত অর্থ ও লভ্যাং শ ফেরত পেতে প্রশাসন ও সাংবাদিকদের সহায়তা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page