মো: খায়রুল আলম হিরু
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের ইসলামপুরে মুজিব শতবর্ষে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীনদের মাঝে ঘর বিতরণে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মর ত আবুল কালাম আজাদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর স্বজন প্রীতির কারনে ভূমিহীনদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার ঘর না দিয়ে যাদের ভূমি ও ঘরবাড়ি আছে তাদের কাছ থেকে ঘুষ খেয়ে তাদেরকে ঘর প্রদান করে স্বজন প্রীতি দেখিয়েছেন।
এলাকাবাসী জানান, সফিউদ্দিন ঘর নং২৬পিতা সুবেদ আলী মোক্তার হোসেন ঘর নং ২৫ পিতা সুবেদ আলী, সখিনা ঘর নং ১৫-স্বামি সুবেদ আলী দ্বয়দেরসহ আরো অনেকের ঘরবাড়ি থাকা সত্ত্বেও ঘুষের মাধ্যমে এরা একই পরিবারের তিনজনসহ হানিফ ঘর নং ১৯পিতা রাজা মাহমুদ এবং লাকি নুর,ঘর নং৩৪ স্বামী মোঃ জয়নাল আবেদীন প্রধান মন্ত্রীর দেয়া উপহার ঘর পেয়েছেন।
এনিয়ে এলাকার ভূমিহীন লোকেরা মনে ক্ষোভ ও অসন্তুষ্টি প্রকাশ করেন।তারা বলেন,আমরা ভূমিহীন হয়েও মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার পেলাম না আর যাদের ঘরবাড়ি সব কিছুই আছে তারা ঘুষের বিনিময়ে প্রধানমন্ত্রীর উপহার নিয়ে আমাদেরকে বঞ্চিত করেছে। আমরা গরিব বলে ঘুষ দিতে না পারায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার থেকে বঞ্চিত হয়েছি।
মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার থেকে বঞ্চিত হওয়া ভূমিহীনরা সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত আবুল কালাম আজাদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেন।