আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ–
বাংলাদেশ মটরশ্রমিক লীগের নোয়াখালী সুবর্ণচর উপজে লা শাখার সভাপতি,চরজব্বর থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক,উপজেলা আওয়ামীলীগ নেতা।বাবুল চৌধুরী ও তার ভাই উপজেলা ভাইসচেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহারকে জড়িয়ে সুবর্ণচর খবর নামের একটি ভূয়া ফেইসবুক আইডি থেকে ৭ মে রবিবার”সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরীর ভাই বাবুল চৌধুরীর বিরুদ্ধে ইয়াবা পাচার ও চাদাবাজি,অবৈধ ভাবে ভূমি দখলের অভিযোগ”শিরোনামে কাল্পনিক তথ্যে পোস্ট করা হয়।৮ মে(সোমবার) প্রকাশিত পোস্ট ও অপ প্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা মটরশ্রমিক লীগ সভাপতি বাবুল চৌধুরী।
বাবুল চৌধুরী বলেন,সুবর্ণচর খবর নামে একটি ভুয়া ফেই জবুক থেকে আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল,উদ্দেশ্য প্রনোদিতভাবে,রাজনৈতিকভাবে আমাকে ঘায়েল করার লক্ষ্যে মিথ্যা,বানোয়াট স্ট্যাটাস দেয়,আমি উপজেলা ছাত্র লীগের সাবেক সফল আহবায়ক ছিলাম,বর্তমানে উপজে লা মটরশ্রমিক লীগের সভাপতি হিসেবে সুনামের সহিত দ্বায়িত্ব পালন করে আসছি,
আমি সম্ভ্রান্ত পরিবারের সদস্য,আমার পরিবারের কেউ কখনো কোন দুর্নীতি,মাদক,ইয়াবা,চাঁদাবাজি ও ভূমি দখলে র সাথে জড়িত ছিলো না,ভবিষ্যতে ও কোন প্রকার অন্যায় কে প্রশ্রয় দিবো না,আমার প্রিয় নেতা,নোয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য,একরামুল করিম চৌধুরীর নির্দেশে মাদকের বিরুদ্ধে আমি সোচ্চার।
আমি এ কাল্পনিক,ভূয়া,ফেইসবুক স্ট্যাটাসের তিব্রনিন্দা ও জোর প্রতিবাদ জানাই।আমি সুবর্ণচর খবর নামের এই ভূয়া ফেইসবুক আইডির বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।