স্মার্ট ভূমি সেবা সাপ্তাহ ২০২৩এর সাপ্তাহ ব্যাপী কার্যক্রম শুরু
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩
/
188 Time View
/
Share
নিজস্ব প্রতিবেদন
২২ তারিখ হইতে ২৮ তারিখ পর্যন্ত স্মাট ভূমি সেবা কার্যক্র ম চলমান থাকবে সরকারের এ ধরনের মহতী উদ্যোগ ও জনবান্ধব যুগান্তকারী পদক্ষেপ কে জনগন স্বাগত জানায়।বর্তমান সরকারের আমলে জনগন যাতে হয়রানি ও ঝামেলা মুক্ত ভুমি অফিসের সেবা পেতে পারে সরকার সে জন্য অন লাইন এর মাধ্যমে ভুমি কর পরিশোধ করা ও জমি সংক্রান্ত যেকোনো তথ্য জানতে অনলাইন ব্যবস্থা চালু করে।
এতে করে জনসাধারণ হয়রানি হতে হয় না, এবং সময়ের অপচয় হয় না,যেকোনো ব্যক্তি চাইলে মোবাইল অথবা কম্পিউটারে তার জমি জামার বিষয়ে যেকোনো তথ্য সহজে জানতে পারে।আর এতে করে জনসাধারণ যেমন উপকৃত হচ্ছে তেমনি সরকারও সঠিক কর আদায় এর মাধ্যমে দেশকে স্বনির্ভর করে তুলতে পারে। তাই স্মার্ট ভূমি সাপ্তাহ সেবা দিতে প্রতি নিয়ত কাজ করে যাচ্ছে প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।
যেকোন গ্রাহক কর পরিষদ করার জন্য গেলে তাদেরকে সুন্দর ব্যবহার ও আপ্যায়নের মাধ্যমে সহযোগিতা করেন ভূমি অফিসের কর্মকর্তারা,ভূমি পরিবারের পক্ষ থেকেসবাই সেবা গ্রহণ করার অনুরোধ করেন।মোহাম্মদ হাফিজুর রহমান,১৫ নং লাহার কান্দি ইউনিয়ন ভুমি অফিস,জকসিন বাজার।