এস এম পারভেজঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ইং-এ
প্রধান শিক্ষক ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছে চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী উচ্চ বিদ্যলয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান (বাবুল) মাষ্টার।সোমবার(১৫ মে) সকাল ১১ টায় হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে, মফিজুর রহমান বাবুল (মাষ্টার)কে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত কারা হয়েছে।
মফিজুর রহমান বাবুল (মাষ্টার) এর
সামাজিক সেবামূলক কার্যক্রম সরজমিনে গিয়ে জানা যায় জমিদাতা ও সাবেক সভাপতি ৪৬ নং চরভৈরবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, ম্যানেজিং কমিটি (২০০৩- ২০২০) চরভৈরবী, হাইমচর চাঁদপুর।৪৮ নং দক্ষিণ চরকোড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা ও বর্তমান সভাপতি, নীলকমল ৬২ নং আলী আশ্বাফ দেওয়ান কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান সফল সভাপতি।
হাইমচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দাতা সদস্য(স্থায়ী), মাননীয় মন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি’র মনোনীত সাবেক সদস্য (২০১২- ২০১৪),শিক্ষা কমিটি হাইমচর উপজেলা, চরভৈরবী ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিলকিস বেগম কমিউনিটি ক্লিনিকের জমি দাতা।
চরভৈরবী সর্দার নোয়াব আলী মাস্টার স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রস্তাবিত জমিদাতা, চরভৈরবী ইউনিয়ন পরিষদ কার্যলয়ের প্রস্তাবিত (আংশিক) জমিদাতা, হাইমচর উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির বিগত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
বর্তমানে হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি পদে অদ্যবধি দায়িত্বে আছেন।