October 11, 2024, 11:17 am
শিরোনামঃ
রিসোর্টের বন্ধ ঘরে মিললো সাবেক অতিরিক্ত সচিবের লাশ ঘণ্টায় ৪০ লাখ কি.মি. বেগে ধেয়ে আসছে ভয়ংকর সৌরঝড়, তাণ্ডব চলবে ৬ ঘণ্টা সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন মিরপুরে অভিনব কায়দায় চাদাঁবাজি ও প্রতারণা, ৫৭,৫০,০০০ টাকা উদ্ধারসহ ৬ জন গ্রেফতার গণপূর্ত প্রকৌশলীর দুর্নীতিতে তাজউদ্দীন মেডিকেলের লিফট যেন মরণ ফাঁদ গণপূর্ত প্রকৌশলীর দুর্নীতিতে তাজউদ্দীন মেডিকেলের লিফট যেন মরণ ফাঁদ ময়মনসিংহে বন‍্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন বিএনপি নেতা ওয়াহাব আকন্দ ২০২৫ সালে উৎপাদনে যাবে রূপপুর বিদ্যুৎকেন্দ্র: আশা রাশিয়ার বিদায়ী রাষ্ট্রদূতের ময়মনসিংহে যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলা:গ্রেপ্তার ১ ডিসি নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে উপদেষ্টা পরিষদ কমিটি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

হালনাগাদ হয় না কুমারখালী-খোকসার সরকা‌রি দপ্তরের ও‌য়েবসাইটগুলো

Reporter Name

নিজস্ব প্রতিনিধি ঃকুষ্টিয়ার কুমারখালী-খোকসা উপজেলার অধিকাংশ সরকারি ওয়েবসাইটে নেই হালনাগাদ তথ্য। দীর্ঘদিন ধরে এসব ওয়েবসাইট আপডেট করা হয় না। এসব ওয়েবসাইটে প্রবেশ করে সরকারি অনেক সুবিধাই পাচ্ছেন সেবা ও তথ্য প্রত্যাশীরা। অথচ ডিজিটাল ব্যবস্থার সুফল নিয়ে দেশের মানুষকে উদ্বুদ্ধ করতে সরকারের প্রচারণার কমতি নেই। এদিকে এই দুই উপজেলার বিভিন্ন সর কারি ওয়েবসাইটে সরকারের উন্নয়নমূলক কাজের সম্প্রতি কোনো তথ্য তেমন একটা চোখে পড়ে না। হালনাগাদ করা হয় না এসব ওয়েবসাইটের তথ্য ফলে ডিজিটাল বাংলাদেশে ঘরে বসে সহজেই তথ্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন কুমারখালী-খোকসাবা সী।

কুমারখালী উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের ওয়েবসাইট পর্যবেক্ষণ করে দেখা গেছে, উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের অপশনে প্রাথমিক,মাধ্যমিক স্কুল, মাদরাসা ও কলেজের কোনো তথ্য নেই। ধর্মীয় প্রতি ষ্ঠান ক্যাটাগরির অপশনে মসজিদ,ইদগাহ,কবরস্থা নের ইউনিয়ন ভিত্তিক নাম উল্লেখ থাকলেও সংস্থা সংগঠন ক্যাটাগরির অপশনে গিয়ে দেখা যাই ৪টি ক্যাটাগরি রয়েছে। এগুলোতে একই ধরনের লেখা দিয়ে সাজানো হয়েছে সাইটটি। পৌরসভা ক্যাটা গরির অপশনে গেলে দেখা যাই কাউন্সিলরবৃন্দদের লিস্টটা সুন্দর করে সাজানো থাকলেও কারোরই নাম ঠিকানা নেই। এছাড়াও মেয়র কার্যালয়ের সাইটটি ব্লক করা।

তাছাড়া দপ্তরের কার্যক্রম,গুরুত্বপূর্ণ নোটিশ,কর্মক র্তাদের সঙ্গে যোগাযোগের তথ্য, বিভিন্ন সভার কার্য বিবরণী, উন্নয়ন প্রকল্পের তথ্য নেই অধিকাংশ ওয়ে বসাইটে।অনুসন্ধানে দেখা গেছে, উপজেলা প্রশাসন, একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের সরকারি অর্ধশতাধিক ওয়েবসাইটই রয়েছে। এসব ওয়েবসা ইটের অধিকাংশেরই হালনাগাদ নেই। উপজেলার সরকারি প্রতিটি দপ্তর বিভাগ ও অধীন উপ-দপ্তরসহ সব দপ্তরের ওয়েবসাইট থাকা বাধ্যতামূলক। কিন্তু কোথাও হালনাগাদ তথ্য নেই।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সারাদেশের জেলা,উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ের সরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ তথ্যের সমন্বয়ে জাতীয় তথ্য বাতা য়নের আওতায় আলাদা আলাদা ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে। যাতে করে সাধারণ নাগরিকরা ঘরে বসেই নিজ নিজ এলাকার প্রয়োজনীয় তথ্য ও সেবা অনলাইনে পেতে পারে।

কিন্তু কুমারখালী উপজেলার সরকারি পোর্টালগু লোতে সরকারের উন্নয়নকর্মকান্ডসহ গুরুত্বপূর্ণ অনেক তথ্য অনলাইনে না পাওয়াকে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার অন্তরায়। এ সংশ্লিষ্টদের উদাসীনতা ও তদারকির অভাবকে দায়ী করেছেন এ দুই উপজেলার সচেতন মহল।

ঢাকা প্রকাশের কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাংবাদিক কাজী সাইফুল বলেন, সংবাদ তৈরির কাজে প্রায় সময়ই বিভিন্ন তথ্যের প্রয়োজন হয়। উপজেলা প্রশা সন ও বিভিন্ন সরকারি ওয়েবসাইটে কোনো হালনা গাদ তথ্যই পাওয়া যায় না। আবার এসবী ওয়েব সাইটে যে তথ্য দেওয়া থাকে সে তথ্যেও রয়েছে বেশ ভুল। এগুলো সংশ্লিষ্টদের উদাসীনতা ও তদারকির অভাব ছাড়া আর কিছুই না।

কুষ্টিয়ার সহকারী প্রোগ্রামার আলিমুজ্জামান খান বলেন, প্রতিটি প্রতিষ্ঠানে আইডি ও পাসওয়ার্ড  দেও য়া আছে তথ্য হালনাগাদের জন্য তারা যদি তথ্য হালনাগাদ না করে থাকে তাহলে তাদেরকে জানোনা হবে।এ ব্যাপারে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস বলেন, এ ব্যাপারে স্ব-স্ব প্রতিষ্ঠানকে জানিয়েছি এবং মাসিক মিটিংয়ে তাদেরকে বলেছি খুব শিগগিরই ওয়েবসাইটগুলোতে তথ্য হালনাগাদ করা হবে।

এ ব্যাপারে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, এ বিষয়ে সকল প্রতি ষ্ঠানে চিঠি দিয়েছি ওয়েবসাইটের তথ্য হালনাগাদ করার জন্য। এখন তথ্য হালনাগাদের কাজ চলমান রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে তথ্যগুলো হালনা গাদের কাজ শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page