প্রথম বাংলা – রাজধানীর সবুজবাগ থানা এলাকা থেকে হিরোইনসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফ তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ মনির হোসেন, মোঃ মাসুদ, মোঃ কামাল ও জিয়াসমিন।শনিবার (৩১ ডিসেম্বর ২০২২) বিকাল ৪:৪৫ টায় সবুজবাগ থানার ওহাব কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে হেরোইনসহ গ্রেফতার করে গোয়েন্দা-উওরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদ ক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদু ল ইসলাম ডিএমপি নিউজকে জানান,একটি সংঘবদ্ধ মাদক চক্র সবুজবাগ থানার ওহাব কলোনী এলাকার সরদার বাড়ি কবরস্থানের সামনে হেরোইন ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকে হেরোইন সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলা কায় বিক্রি করে থাকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম বিপিএম(সেবা) এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহানের তত্ত্বাবধানে ও অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।