হারানো বিজ্ঞপ্তি:
রিপোর্ট:আবু সাঈদ শিমুল: জাতীয় দৈনিক মুক্তিযুদ্ধ ৭১সংবাদ পত্রিকা। ব্যুরো প্রধান।
একটি ১০০সিসি (রং লাল) বাজাজ মটর সাইকেল হারানো গিয়েছে।
কুড়িগ্রামের উলিপুরের দুগার্পুর ইউনিয়নের মোঃ খোরশেদ আলম (বিনয়)
গ্রাম: বর্ম্মতত, ডাকঘর গোড়াই রঘুরা,
অদ্য ১০-০৩-২৩ইং তারিখ: বিকেল ৪ঘটিকায় তিনি দুর্গাপুর বাজার করতে মটরসাইকেল নিয়ে যান।
সেখানে গাড়ি রেখে দোকানে খরচ নিতে যান। ফিরে এসে দেখেন গাড়িটি সেখানে নেই।
অনেক খোঁজা -খোঁজি করে না পেয়ে হারিয়ে যাওয়ার কথা বলেন তিনি।
গাড়ির রেজিসষ্ট্রেশন নম্বর- কুড়িগ্রাম -হ
১২-৭৪-২৯
এ পর্যন্ত থানায় জিডি করা হয়নি তবে দ্রুত তৎপরতায় রয়েছেন
বলে জানা যায়।
নিম্নে মোবাইল নম্বর রইল কেউ যদি খোঁজ পেয়ে থাকেন কল করুন:
01737633145