চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
কোতোয়ালি থানা, সিএমপি, চট্টগ্রাম
অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধ
২৯মার্চ, ২০২৩, তারিখ, ১৯.০৫ ঘটিকা
কোতোয়ালি থানাধীন বক্সির হাট পুলিশ ফাঁড়িস্থ লালদীঘির পূর্বপাড় অগ্রনী ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর।
২৯ মার্চ, ২০২৩ ইং ঘটিকার সময় এসআই/ রনি তালুকদার, সঙ্গীয় অফিসার সহ বর্ণিত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করিয়া আসামী আসমা উল হোসনা(২০) কে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।আসামীর সংখ্যা ও বিবরণ: এজাহারনামীয় ০১ জন।
উদ্ধারকৃত মালামালের বিবরণঃ ১০০০ (এক হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন ১০০ গ্রাম।
আসামীর নাম ও ঠিকানাঃ আসমা উল হোসনা(২০)পিতা: আবুল কাশেম, মাতা-নুর বেগম ,স্বামী: দিলদার আলম। সাং: থাইংখালী, তেলখোলা,চৌকিদার পাড়া, আব্দুর রহিমের বাড়ি,পালংখালী ইউপি, থানা: উখিয়া,জেলা: কক্সবাজার।
গ্রেফতার: ০১ জন।হিত ব্যবস্থা (মামলা/জিডি): কোতোয়ালি থানার মামলা নং-৬১ তারিখ-২৯/০৩/২০২৩ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ৩৬(১) সারণির ১০(ক) রুজু হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি: স্বাভাবিক।