June 12, 2025, 3:38 pm
শিরোনামঃ
শাহজাদপুরে প্রেমিকের বাড়িতে গিয়ে হামলার শিকার প্রেমিকা ও তার মা, হাসপাতালে ভর্তি লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান টিউলিপ সিদ্দিক সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আগুন ক্ষমতা দখল করলেই সরকার হওয়া যায় না — এটা দুনিয়া দেখিয়ে দিল ইউনুসকে লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘ফাইটার বাবলু’ কুপিয়ে হত্যা আওয়ামী লীগ করার অপরাধে গভীর রাত্রে সন্ত্রাসীদের হামলায় নাছির মেম্বার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে লক্ষ্মীপুরে হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনতাই, পুলিশ ‘অবরুদ্ধ’ কক্সবাজারের চকরিয়ার উপজেলার কৈয়ারবিলে সন্ত্রাসী হামলায় নিহত ১; আহত ১ ঢাকার গুলিস্তানে মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক কেন্দুয়ায় জমি সংক্রান্ত জেরে ১জন যুবক খুন, বড় ভাই গুরুতর আহত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

১.মার্চ কবি ও কলামিস্ট এবিএম সালেহ উদ্দীনের শুভ জন্মদিন

Reporter Name

———————হাকিকুল ইসলাম খোকন

এবিএম সালেহ উদ্দীন,সাহিত্যাঙ্গনে সংস্কৃতি মনষ্ক একজন মুক্তমনা মানুষ তিনি কবি ও সাহিত্য
সমালোচক । শৈশব থেকেই তাঁর লেখালেখির যাত্রা শুরু । শিশুতোষ,ছড়া-গল্প দিয়ে হাতেখড়ি হলেও মূলত গল্প-কবিতা,প্রবন্ধ-নিবন্ধসহ আন্তর্জাতিক ফিচারধর্মী কলাম লেখায় সিদ্ধহস্ত।গল্প,কবিতা ও গবেষণাধর্মীসহ তার কয়েকটি বই প্রকাশিত হয়েছে । প্রেম-বিরহ,রোমান্টিকতা,সভ্যতা-সংস্কৃতি,ইতিহাস-ঐতিহ্য,মুক্তিযুদ্ধ,দেশাত্ববোধ ও মানবতাবোধের ঐশ্ব র্য তাঁর লেখার প্রধান বিষয়।তার সাহিত্যে সভ্যতা, সংস্কৃতি,দেশপ্রেম,স্বাধীনতা ও ঐতিহ্যবোধ প্রবল ভাবে উজ্জ্বল হয়ে ওঠে।ছাত্রজীবন থেকে বেশ কয়ে কটি লিটল ম্যাগাজিন ও স্মরণিকা সম্পাদনা করে ছেন তন্মধ্যে ‘অয়ন’,অনির্বাণ,স্বদেশ’,ঝংকার অন্যত ম।এছাড়া তিনি নিউইয়র্ক এ দুইযুগ ধরে প্রতিবছর অনুষ্ঠিত আন্তর্জাতিক লোক সঙ্গীত সম্মেলনের অন্যতম উদ্যক্তা এবং এ উপলক্ষ্যে প্রতিবছর প্রকাশিত ‘সুর’পত্রিকার সম্পাদক এবং সমকালীন প্রসঙ্গ নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকার নিয়মিত কলাম লেখক।

এবিএম সালেহ উদ্দীন ঢাকার ইনলাইটন প্রি-ক্যাডে ট স্কুলের সাবেক চেয়ারম্যান ও অনন্য সংস্কৃতি সংস দের সহ-সভাপতি,বাংলাদেশে দীর্ঘদিন তিনি ঢাকা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক,বাং লাদেশ সৃজনশীল প্রকাশনা পরিষদের পরিচালক ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির অন্যতম সদস্য ছিলেন,ঢাকার অভিজাত প্রকাশনা সংস্থা’বাড পাবলিকেশন্স’-এর স্বত্বাধিকারী। এলি ফ্যান্ট রোড়ের অংকন প্রিন্টিং প্রেসের পরিচালক ও বাংলাবাজারে অবস্থিত ‘দি বাড কম্পিউটার্স’এর ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন।তিনি সাপ্তাহিক ‘দেশ মাতৃকা’ ও পাক্ষিক ‘দেশ অর্থনীতি’পত্রিকার প্রতিষ্ঠা তা সম্পাদক ও প্রকাশক।উপমহাদেশের সুবিখ্যাত মানবসেবা প্রতিষ্ঠান’ ‘আন্জুমান মফিদুল ইসলাম ’এর জীবন সদস্য এবং লায়ন ক্লাব ঢাকা ওয়েসিসে র সদস্য।

এবিএম সালেহ উদ্দীন তিনি যুক্তরাষ্ট্রের মূলধারা’র এ্যাক্টিভ মেম্বার,নিউইয়র্ক প্রেসক্লাবের বাংলাদেশ আমেরিকান প্রেস সার্ভিস(বাপস)-এর ভাইস-চেয়ার ম্যান, ‘বনলতা শিল্পী- সাহিত্যিক সাংবাদিক গোষ্ঠী’র পরিচালক এবং ‘শিরি শিশু সাহিত্য কেন্দ্রের অন্যত ম উপদেষ্টা । নজরুল একাডেমি ইউএসএ’র জীবন সদস্য এবং শিল্পকলা একাডেমি ইউএসএ’র অন্যত ম উপদেষ্টা । তিনি যুক্তরাষ্ট্রের মূলধারা’র নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও দীর্ঘদিন ধরে তিনি আমেরিকার’হিউমেনিস্ট সেন্টার অব কালচার-এর অন্যতম অ্যাক্টিভিস্ট।ব্যক্তিগত ভাবে বিনয়ী বন্ধুপ্রিয় সংস্কৃতিসেবী ও উপস্থাপনা শিল্পে পারদর্শী এবং টিভি উপস্থাপক কবি এবিএম সালেহ উদ্দীন নিউইয়র্কে গত বিশবছর যাবত অনুষ্ঠিত আন্তর্জাতিক লোক সংগীত সম্মেলনের মূল উপস্থা পক এবং ‘সুর’ নামক স্মরণিকার সম্পাদক। নিউই য়র্কের ক্লাব সনমে অনুষ্ঠিত শতকন্ঠে ‘একুশের কবি তা’’বিজয়ের কবিতা ও স্বাধীনতার কবিতা উৎসবের অন্যতম উদ্যোক্তা এবং পরিচালনা ও উপস্থাপনার দায়িত্বে ছিলেন।সেই অনুষ্ঠানে তার সঙ্গে অন্যতম পরিকল্পনা ও ভূমিকায় যুক্ত ছিলেন স্বনামধন্য কবি শামস আল মমীন, কবি ফকির ইলিয়াস এবং কবি ও মুক্তিযোদ্ধা লিয়াকত আলী।অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ক্লাব সমনের প্রতিষ্ঠাতা খন্দকার তৌফিক কাদের যিনি কেন কাদের নামে পরিচিত ।

এছাড়া বাংলা সাহিত্যের অন্যতম কবি শহীদ কাদরী প্রতিষ্ঠিত ও কবিপত্নী নীরা কাদরী পরিচালিত’ ‘একটি কবিতা সন্ধ্যা’র সঙ্গে শুরু থেকেই কবির মহাপ্রয়াণ পর্যন্ত জড়িত ছিলেন । তিনি নিউইয়র্কে সর্ববৃহৎ সংগঠন ‘সাহিত্য একাডেমি’র প্রতিষ্ঠালগ্ন থেকে যুক্ত রয়েছেন এবং সাহিত্য আসরসহ বিভিন্ন শিল্প- সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ ভূমিকা রাখছেন।
বহির্বিশ্বে পড়াশুনা ছাড়াও এবিএম সালেহ উদ্দীন বিভিন্ন সময় ভারত,পাকিস্তান,থাইল্যন্ড,সিংগাপুর, মালয়েশিয়া,সৌদী আরব,কুয়েত,বাহরাইন,আরব আমিরাত দুবাই,তুরস্ক,লন্ডন,প্যারিস,রোম,পর্তুগাল, বেলজিয়াম,স্পেনের মাদ্রিদ,বার্সেলনা,কানাডা এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট ও শহর ভ্রমণ করেছেন।মালয়েশিয়ার কুয়ালালামপুরে তিন ব্যাপী অনুষ্ঠিত অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়ে বা) ‘র ফার্স্ট বাংলাদেশ গ্লোবাল সামীট ২০১৬, রোমে তিন ব্যাপী অনুষ্ঠিত কানেক্ট বাংলাদেশ সম্মে লন২০১৮এবং স্পেনের বার্সেলনায় অনুষ্ঠিত (২০১৯ -তিনদিন ব্যাপী)কানেক্ট বাংলাদেশ সম্মেলন২০১৯-এ অংশ গ্রহন করেন এবং আমেরিকা ও কানাডা’র বিভিন্ন শহরে অনুষ্ঠিত বঙ্গ সম্মেলন ও ফোবানাসহ বিভিন্ন সম্মেলন এ অংশ গ্রহন করেন মার্চ ০১ এবিএম সালেহ উদ্দীনের জন্মদিন,

কবিকে জন্মদিনের অফুরন্ত শুভেচ্ছা,

—হাকিকুল ইসলাম খোকন
লেখক সিনিয়র সাংবাদিক ,রাজনীতিক ও এডিটর বাপসনিউজ, যুক্তরাষ্ট্র ।



Our Like Page
Developed by: BD IT HOST