November 4, 2024, 5:00 am
শিরোনামঃ
২৫ টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার বংশাল থানা পুলিশের; নিষ্ক্রিয় করলো সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট আপত্তিকর বক্তব্য, এবার ছাত্র আন্দোলনের সমন্বয়ককে শোকজ চাটখিল সেনাবাহিনী ক্যাম্পাসে অস্ত্র উদ্ধারের ভুল তথ্য দিয়ে সুরাইয়া বেগমের পরিবারকে হয়রানি ঘটনাস্থলে কিছুই পাইনি মধ্যরাতে ফরেস্ট অফিসে সাংবাদিক পরিচয়ে ৮/১০ জনের হানা থানায় জিডি মঠবাড়িয়ায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বস্বান্ত হলেন হানিফ মিয়া শাহজাদপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন চাঁদাবাজদের বিরুদ্ধে রৌফাবাদ ৪৩ নং ওয়ার্ড বিএনপি’র বিশাল মিছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে জেড ফোর্স এক অবিচ্ছেদ্য অংশ মঠবাড়িয়ায় তিন সমন্বয়ক ছাত্রের বিরুদ্ধে নগদ টাকা সহ মোবাইল চুরির অভিযোগ শাহজাদপুরে জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অনুমোদন বিহীন ট্রলার,নসিমন গাড়ি চলছে পুলিশের সহায়তায়,প্রাণ হরোলো যুবলীগ নেতা

Reporter Name

মোঃ তপু শেখ,গোপালগঞ্জ প্রতিনিধি:

গতকাল শনিবার রা৩ আনুমানিক ৯.৩০ সময়গোপাল গঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার মালেক বাজার মো ড়ে হলার ট্রলি গাড়ির চাপায় প্রাণ গেল গোপালগঞ্জ জেলা যুবলীগ নেতা সদর উপজেলার ব্যাংকপাড়া পদ্ম পুকুর পাড়ের সিরাজ সিকদারের ছোট ছেলে রফিকুল হাসান রাজ সিকদার (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজি উন)। নিহত রাজ সিকদার দলীয় নেতাদের সাথে দেখা করতে যাওয়ার সময় এ সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।

প্রায়ই শোনা যায় নসিমন গাড়ি,হলার চালিত ট্রলিগাড়ি করিমন গাড়িতে অ্যাকসিডেন্ট করে মানুষ মারা গেছে। ঘাতক এই গাড়ির নাই কোন লাইসেন্স নাই কোন ব্রেক সীমারেখা,এই গাড়িগুলোর ড্রইভারদের কোন লেইসে ন্স নাই।এই গড়ির মালিকেরা প্রশাসনের হাত ধারেঘুষে র বিনিময়ে রাস্তায় বেপরোয়া ভাবে চলাচল করেগোপা লগঞ্জ জেলার বিভিন্ন স্থানে।

এছাড়া গোপালগঞ্জে চলছে মাহিন্দ্রা ট্রলি আইসার ট্রলা র সহ বিভিন্ন ধরনের কোম্পানির গাড়ি রাস্তায় চলছে যা চলার কথা, জমিতে বিলে হাওড়ে। এদের কারণে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে এদের দ্রুত বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

জানা যায়, গাড়ির ড্রাইভাররা রাস্তায় চলাচলের সময় ট্র্যাফিক সার্জেন্ট ও ট্রাফিকদের ঘুষ প্রদানের মাধ্যমে রাস্তায় চলে। অনেক মালিকেরা ট্র্যাফিক বিভাগের লোকজনদের সাথে মাস চুক্তি করে রাস্তায় দেধারছে গাড়ি চালিয়ে যাচ্ছে। আই স্যালো মেশিন চালিত গাড়ি সাধারণত তৈরি হয় ওয়ার্কসপে। যে যার ইচ্ছামতো তৈরি করে রাস্তায় নামিয়ে দিচ্ছে।

সরকারের অনুমতি ছাড়াই সরকারের বিধি লঙ্ঘন করে সরকারি পুলিশ বিভাগের ট্র্যাফিক বিভাগ ঘুষের বিনিম য়ে এই সকল অবৈধ গাড়ি চালানোর অনুমতি দিচ্ছে। রাস্তায় এই সকল অনুমোদন বিহীন অবৈধ গাড়ি আতি দ্রুত বন্ধ করার আহবান জানাচ্ছি,সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যপারে নজরদারি করার প্রয়োজন মনে করছে গো পালগঞ্জবাসী ও নিহতের পরিবার।

এব্যপারে গোপাল গঞ্জ জেলায় কর্মরত ট্র্যাফিক সার্জে ন্ট মো. কামরল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন,মাহিন্দ্র গাড়ি ট্রলি গাড়ি নসিমন গাড়ি রাস্তায় চলার কোন অনুমতি নাই। আমরা এ ব্যপারে ০টালারে ন্স দিয়েছি।



Our Like Page