আব্দুল রহমান চৌধুরী (রিয়ন) জন্মগ্রহণ করেন
২৯ আগস্ট ২০২১ সালে, আজ ২৯ আগস্ট ২০২২ শে তার এক বছর পূর্ণ হল।
আব্দুর রহমান চৌধুরী (রিয়ন) এর এ জন্মদিনে আত্মীয় ও প্রতিবেশী দের সার্বিক সহযোগিতায় সকলে মিলে মিশে আনন্দে, রিয়ন এর জন্মদিন পালন করেন, এবং তার জন্য সকলে দোয়া ও আর্শীবাদ করেছেন, সে যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে সকলের মুখে হাসি ফোটাতে পারে।
রিয়ন এর বাবা, রাজন চৌধুরী বলেন, আব্দুল রহমান চৌধুরী (রিয়ন) আমার প্রথম ছেলে, তাই আমি আমার সকল আত্মীয়-স্বজন, প্রতিবেশী এবং বন্ধুবান্ধব কে নিয়ে মিলে মিশে খুব মজা ও আনন্দ করে ধুমধাম করে জন্মদিন পালন করছি, আমার ছেলের জন্য সবাই আর্শীবাদ ও দোয়া করেন, সে যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পাড়ে।
আব্দুর রহমান চৌধুরীর (রিয়ন) এর
শুভ কামনায়
দাদি আনোয়ারা বেগম
বাবা মোঃ রাজু চৌধুরী (রাজন)
মা সালমা আক্তার (হাসি)