March 18, 2025, 8:46 pm
শিরোনামঃ
ফিরে দেখো ২০০১- ২০০৬ সালে বিএনপি জামাতের শাসনামল ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ওপর অমানবিক নির্যাতন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৬ শ্রীকৃষ্ণের শিক্ষা আমার পথ দেখিয়েছে: তুলসী গ্যাবার্ড ৩৮ লক্ষাধিক ৭৭,১০০ ভারতীয় রুপির জাল নোট ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিবি বাম ছাত্র নেতাদের বিরুদ্ধে মামলা, ছাত্রদলের প্রতিবাদ বিমানবন্দরে গ্রেফতার লিবিয়ায় মানব পাচারকারী মাফিয়া প্রধান ফখরুদ্দিন ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে ঘুষ, দূর্নীতি ও অনিয়মের  অভিযোগ হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য মোনায়েম হায়দারকে গ্রেফতার করেছে সিটিটিসি বসুন্ধরা শপিংমলের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে একত্রে বসে ইফতার করলেন ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী খোকন-কে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪

Reporter Name

প্রথম বাংলা – শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন চাঞ্চ ল্যকর কলেজ ছাত্র রাজ্জাক হত্যা মামলায় ০৮ বছর আত্ম গোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী খোকন-কে গাজীপুর জেলার পৌর এলাকা হতে গ্রেপ্তার করেছে র‍্যাব -১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প।শেরপুর জেলার নালিতাবাড়ী থানার মামলা নং-১০, তারিখঃ ২১/০২/২০১৫ ইং, ধারা-৩২৬/৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০

ভিকটিম মোঃ আঃ রাজ্জাক (২০) একজন কলেজ পড়ুয়া ছাত্র এবং শেরপুর জেলার সদর থানাধীন যোগনী মুড়া গ্রামের মোঃ সোহরাব আলী @ সোরহাব এর ছোট ছেলে। ভিকটিম ও তার সহপাঠি গত ২০/০২/২০১৫ ইং তারিখে অনুমান সকাল ১০:০০ ঘটিকায় শেরপুর জেলার নালিতা বাড়ী থানাধীন মধুটিলা ইকু পার্কে বেড়াতে যান।একই তারি খে বিকাল অনুমান ০৫:০০ ঘটিকার দিকে দূর্বৃত্তরা দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে ছিনতাই এর উদ্দেশ্যে তাদের উপর অতর্কিত আক্রমন করেন এবং ভিকটিম এর বুকে ও পেটে ধরালো চাকু দিয়ে আঘাত করে।

উক্ত আঘাতের ফলে ভিকটিম রাজ্জাক ঘটনাস্থলেই মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন ঘটনাস্থলে অন্যান্য সহপাঠিরা ডাক চিৎকার করিলে আসামীরা পালিয়ে যায়। উক্ত ডাকচিৎকা রে ঘটনাস্থলে স্থানীয় লোকজন সবাইকে উদ্ধার পূর্বক স্থা নীয় হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয় লোকজন ভিকটি মের বাবা ও থানা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশ ঘট নাস্থল উপস্থিত হয়ে ভিকটিমকে মৃত অবস্থায় পেয়ে সুরত হাল রিপোর্ট প্রস্তুত পূর্বক ময়না তদন্তের জন্য ভিকটেমের লাশ শেরপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

পরবর্তীতে ভিকটিমের বাবা নালিতাবাড়ী থানায় হাজির হই য়া বাদী হয়ে অভিযোগ দাখিল করলে অফিসার-ইন-চার্জ, নালিতাবাড়ী থানার মামলা নং-১০,তারিখঃ ২১/০২/২ ০১৫ ইং,ধারা-৩২৬/৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০ অজ্ঞা ত নামা ৭/৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা রুজুকরে ন। মাম লার তদন্তকারী অফিসার মামলা সুষ্ঠু তদন্ত শেষে আসামী সহ আরো দুইজনের বিরুদ্ধে ৩২৬/৩০২/২০১/ ৩৪ পেনা ল কোড ১৮৬০ ধারায় বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দা খিল করেন। বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত,

শেরপুর মহোদয় গত ০১/০৪/২০১৮ ইং আসামী সাজু আ হম্মেদ @ খোকন(৩০),পিতা-মৃত মোহাম্মদ আলী,সাং-বুরু ঙ্গা পোড়াবাড়ী,থানা-নালিতাবাড়ী,জেলা-শেরপুর এর বিরু দ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০,০০০/- (দশ হাজার) টা কা অর্থদন্ড এবং অনাদায়ে ০৪ (চার) মাসের সশ্রম কারাদ ন্ডে দন্ডিত করেন। ঘটনার পর থেকেই আসামী সাজু আহ ম্মেদ @ খোকন ০৮ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপ নে ছিল।

আত্মগোপনে থাকা অবস্থায় তিনি গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় গার্মেন্টস শ্রমিক হিসেবে জীবিকা নির্বাহ করে আ সছিলেন। অতঃপর বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষ ণের মাধ্যমে আসামির অবস্থান সনাক্ত করে কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল অদ্য ০৩/০৯/২০২৩ ইং তারিখ সকাল বেলা গাজীপুর জেলার পৌর এলাকা হতে আসামী সাজু আহম্মেদ @ খোকন(৩০)’কে আটক করে।

ধৃত আসামীকে সূত্রোক্ত মামলায় শেরপুর জেলায় নালিতা বাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।এই ঘটনায় ভিকটিমের বাবা মোঃ সোহরাব আলী @ সোরহাব বাদী হয়ে শের পুরের নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা রুজ করেন।
নিজস্ব গোয়েন্দা নজরদারীর মাধ্যমে, র‌্যাব-১৪, সিপিসি-১ ,জামালপুর এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বর্ণিত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।



Our Like Page
Developed by: BD IT HOST