November 15, 2025, 12:33 am
শিরোনামঃ
শেখ হাসিনার বিচার: গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘে অভিযোগ ফেইসবুকে পোস্ট দেখে অসহায়ের বাড়িতে খাদ্য সহায়তা পাঠালেন নেত্রকোনা জেলা প্রশাসক নরসিংদীর ‌শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম যমুনা অয়েলে অভিনব পদ্ধতিতে ডিজিএম হেলাল উদ্দিনের নেতৃত্বে জালানি তেল চুরি তরুণ সমাজে ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে মাদক : বাণিজ্য উপদেষ্টা কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তার ফ্রন্টলাইনের যোদ্ধা : খাদ্য উপদেষ্টা শ্যালিকাকে গণধর্ষণের পর হত্যা, দুলাভাইসহ ৪ জনের আমৃত্যু কারাদণ্ড উপজেলা ভূমি অফিসে নিরাপত্তা ও স্বচ্ছতার কারণেই বড় গেইট বন্ধ সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিন্তে তথ্য অধিকার আইনের যথেষ্ট গুরুত্ব রয়েছে- সচিব, সমন্বয় ও সংস্কার, মন্ত্রিপরিষদ বিভাগ চট্টগ্রাম কাস্টম হাউসের”ফাঁসলেন ১০ কাস্টমস কর্মকর্তা ও ৫ ব্যবসায়ী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী খোকন-কে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪

Reporter Name

প্রথম বাংলা – শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন চাঞ্চ ল্যকর কলেজ ছাত্র রাজ্জাক হত্যা মামলায় ০৮ বছর আত্ম গোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী খোকন-কে গাজীপুর জেলার পৌর এলাকা হতে গ্রেপ্তার করেছে র‍্যাব -১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প।শেরপুর জেলার নালিতাবাড়ী থানার মামলা নং-১০, তারিখঃ ২১/০২/২০১৫ ইং, ধারা-৩২৬/৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০

ভিকটিম মোঃ আঃ রাজ্জাক (২০) একজন কলেজ পড়ুয়া ছাত্র এবং শেরপুর জেলার সদর থানাধীন যোগনী মুড়া গ্রামের মোঃ সোহরাব আলী @ সোরহাব এর ছোট ছেলে। ভিকটিম ও তার সহপাঠি গত ২০/০২/২০১৫ ইং তারিখে অনুমান সকাল ১০:০০ ঘটিকায় শেরপুর জেলার নালিতা বাড়ী থানাধীন মধুটিলা ইকু পার্কে বেড়াতে যান।একই তারি খে বিকাল অনুমান ০৫:০০ ঘটিকার দিকে দূর্বৃত্তরা দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে ছিনতাই এর উদ্দেশ্যে তাদের উপর অতর্কিত আক্রমন করেন এবং ভিকটিম এর বুকে ও পেটে ধরালো চাকু দিয়ে আঘাত করে।

উক্ত আঘাতের ফলে ভিকটিম রাজ্জাক ঘটনাস্থলেই মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন ঘটনাস্থলে অন্যান্য সহপাঠিরা ডাক চিৎকার করিলে আসামীরা পালিয়ে যায়। উক্ত ডাকচিৎকা রে ঘটনাস্থলে স্থানীয় লোকজন সবাইকে উদ্ধার পূর্বক স্থা নীয় হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয় লোকজন ভিকটি মের বাবা ও থানা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশ ঘট নাস্থল উপস্থিত হয়ে ভিকটিমকে মৃত অবস্থায় পেয়ে সুরত হাল রিপোর্ট প্রস্তুত পূর্বক ময়না তদন্তের জন্য ভিকটেমের লাশ শেরপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

পরবর্তীতে ভিকটিমের বাবা নালিতাবাড়ী থানায় হাজির হই য়া বাদী হয়ে অভিযোগ দাখিল করলে অফিসার-ইন-চার্জ, নালিতাবাড়ী থানার মামলা নং-১০,তারিখঃ ২১/০২/২ ০১৫ ইং,ধারা-৩২৬/৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০ অজ্ঞা ত নামা ৭/৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা রুজুকরে ন। মাম লার তদন্তকারী অফিসার মামলা সুষ্ঠু তদন্ত শেষে আসামী সহ আরো দুইজনের বিরুদ্ধে ৩২৬/৩০২/২০১/ ৩৪ পেনা ল কোড ১৮৬০ ধারায় বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দা খিল করেন। বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত,

শেরপুর মহোদয় গত ০১/০৪/২০১৮ ইং আসামী সাজু আ হম্মেদ @ খোকন(৩০),পিতা-মৃত মোহাম্মদ আলী,সাং-বুরু ঙ্গা পোড়াবাড়ী,থানা-নালিতাবাড়ী,জেলা-শেরপুর এর বিরু দ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০,০০০/- (দশ হাজার) টা কা অর্থদন্ড এবং অনাদায়ে ০৪ (চার) মাসের সশ্রম কারাদ ন্ডে দন্ডিত করেন। ঘটনার পর থেকেই আসামী সাজু আহ ম্মেদ @ খোকন ০৮ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপ নে ছিল।

আত্মগোপনে থাকা অবস্থায় তিনি গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় গার্মেন্টস শ্রমিক হিসেবে জীবিকা নির্বাহ করে আ সছিলেন। অতঃপর বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষ ণের মাধ্যমে আসামির অবস্থান সনাক্ত করে কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল অদ্য ০৩/০৯/২০২৩ ইং তারিখ সকাল বেলা গাজীপুর জেলার পৌর এলাকা হতে আসামী সাজু আহম্মেদ @ খোকন(৩০)’কে আটক করে।

ধৃত আসামীকে সূত্রোক্ত মামলায় শেরপুর জেলায় নালিতা বাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।এই ঘটনায় ভিকটিমের বাবা মোঃ সোহরাব আলী @ সোরহাব বাদী হয়ে শের পুরের নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা রুজ করেন।
নিজস্ব গোয়েন্দা নজরদারীর মাধ্যমে, র‌্যাব-১৪, সিপিসি-১ ,জামালপুর এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বর্ণিত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।



Our Like Page
Developed by: BD IT HOST