September 11, 2024, 7:52 pm
শিরোনামঃ
যুগ্মসচিবকে যে কারণে দুই ঘণ্টা বাথরুমে আটকে রাখেন বিক্ষুব্ধ কর্মকর্তারা সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সরকারের সব প্রতিষ্ঠানের সিদ্ধান্ত, অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আজো চলছে দখলের এক মহাউৎসব নতুন ৮ ডিসির নিয়োগ বাতিল দুর্গাপূজায় স্বেচ্ছাসেবক হতে রাজি মাদরাসার ছাত্ররা: ধর্ম উপদেষ্টা দুর্গাপূজা ৩২,৬৬৬ মণ্ডপে, নামাজের সময় বন্ধ থাকবে বাদ্যযন্ত্র’ তিতাসের এমডি নিয়োগের প্রতিবাদে পেট্রোবাংলার কার্যালয়ে ভাঙচুর জঙ্গি, সন্ত্রাসী ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে পুলিশ : আইজিপি ভূরুঙ্গামারীতে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও পদত্যাগের দাবী শিক্ষার্থীদের ডিএমপির ডেমরা পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আবারো আলোচনায় ইসমাইল চৌধুরী সম্রাট

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :- বিএনপি জামাত যখন ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডেকেছে এবং শেষ মহাসমাবেশকে ঘিরে রাজনীতিতে সহিংসতার শঙ্কা দেখা দিয়েছে, ঠিক সেই সময় আওয়ামী লীগের মধ্যে সম্রাটকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ঢাকা মহানগরীতে একক নেতা হিসেবে সবচেয়ে বেশি কর্মী যার অনুসারী তার নাম ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। সম্রাটকে ক্যাসিনো ও বাণিজ্যের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘদিন কারাভোগের পর তিনি সম্প্রতি মুক্ত হয়েছেন। তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ছিলেন। সেই সময় তাকে সভাপতি পদ থেকে বের করে আনা হয়। এখনো শারীরিকভাবে অসুস্থ সম্রাট কর্মীদের মধ্যে অকুণ্ঠ জনপ্রিয়।কিন্তু দলে তাকে পদ পদবী কোনো কিছুই ফিরিয়ে দেওয়া হয়নি। এমনকি তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে কিনা সে সম্পর্কেও কোনো তথ্য জানা যায়নি। যদিও গাজীপুরের আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীরকে দুইবার বহিষ্কার করে দুইবারই তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। অথচ সম্রাটের ক্ষেত্রে সেই উদারতা দেখানো হয়নি।

তবে আওয়ামী লীগের একজন দায়িত্বশীল প্রেসিডিয়াম সদস্য বলেছেন যে সম্রাটের বিষয়টি নিয়ে তিনি নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং প্রধানমন্ত্রী তাকে কাজে লাগানোর জন্য সবুজ সংকেত দিয়েছেন। আওয়ামী লীগের একজন জনপ্রিয় সাংগঠনিক সম্পাদকও বাংলা ইনসাইডারকে একই রকম তথ্য দিয়েছেন। এরকম বাস্তবতায় সম্রাট কি রাজনীতিতে আবার ফিরে আসছে?

২৮ অক্টোবরকে ঘিরে যখন রাজনৈতিক উত্তেজনা, তখন অনেক কর্মীরাই সম্রাটের মতো একজন সাহসী এবং রাজপথের নেতাকে খুঁজছেন। তাঁরা মনে করছেন যে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সাংগঠনিক অবস্থা এখন স্মরণকালে সবচেয়ে দুর্বল। এতটাই দুর্বল যে তারা বিএনপির আন্দোলন এবং বিএনপি যদি কোন রকম জ্বালাও-পোড়াও বা সহিংসতা করে সেটাকে সামাল দেওয়ার সক্ষমতাও রাখে না।

কর্মীদের মধ্যেও এ ধরনের আলোচনা হচ্ছে যে এটি সামাল দিতে পারেন একজনই। তিনি হলেন ইসমাইল চৌধুরী সম্রাট। কারণ তার নিজস্ব কর্মী বাহিনী রয়েছে। এই সম্রাটই ২০০৬ সালের ২৮ অক্টোবর বিএনপি জামাতকে প্রতিহত করেছিল। বিভিন্ন সংকটের সময় সম্রাটের কর্মীরাই রাজপথে বিএনপি জামাতের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেরেছিল। কিন্তু এখন সম্রাট কতটুকু কার্যকর থাকবেন এবং কতটুকু সক্রিয় হবেন সেটি নিয়ে কারো কারো সন্দেহ দেখা দিয়েছে।

বিভিন্ন সূত্রগুলো বলছে যে, আওয়ামী লীগের কর্মীদের মধ্যে এ নিয়ে একধরনের হতাশা রয়েছে। তারা বলছেন যে এখন ঢাকা উত্তর এবং দক্ষিণ মহানগরের যে নেতৃত্ব রয়েছে তাদের সাথে কর্মীদের কোনো সংযোগ নেই। কর্মীদের মধ্যে তারা কোনো রেখাপাতও করতে পারেননি। কর্মীদের মধ্যে তাদের জনপ্রিয়তাও তেমন একটা নেই। আর এই কারণেই এসব নেতাদের ডাকে কর্মীরা অকুতোভয় হয়ে বিএনপি জামাতকে মোকাবিলা করবে এমন ভাবার কোনো কারণ নেই। আর এই কারণেই আওয়ামী লীগ এখন সম্রাটের দিকে তাকিয়ে আছে।

কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগে দুর্দিনের এই কাণ্ডারিকে যেভাবে রাজনীতিতে কোণঠাসা করা হয়েছে সেই সম্রাট কি আবার আগের মূর্তিতে ফিরে আসতে পারবে? কিংবা সম্রাট কি আগের মতো নির্ভীক ভাবে রাজপথে নামবে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page