বরগুনার আমতলীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্ম কর্তা মুহাম্মাদ আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী পৌর আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ ভাইস চেয়ার ম্যান মো. মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি,আমতলী থানার ওসি তদন্ত আমির সেরনিয়াবাদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপ কুমার পাল,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জামাল হোসাইনসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান বৃন্দ আমতলীর সাংবাদকর্মী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিক রা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় পৌর শহরের বিভিন্ন স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীরাওউপস্থিত ছিলেন। বক্তারা বাঙালির দীর্ঘ মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে বঙ্গমাতার অবদান তুলে ধরেন। আলোচনা সভা শেষে দু:স্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।