✍️খান মাহাদী
- সে সময় হারিয়েছি সেই কবে!
আমি এখন ভিড়ের মাঝেও একা থাকতে শিখেছি,
শিখেছি চারপাশের আলো ঝলমলে জীবন থেকে
শামুকের মতো নিজেকে গুটিয়ে নিতে।
আঁধারের জলে ডুবে থাকতে শিখেছি সুদীর্ঘ সময়,
- বৃষ্টির সাথে কাঁদতে শিখেছি একা একা তাকে ভালোবেসে।
আকাশের বিশালতায় হারিয়ে যেতে শিখেছি,
দূর নক্ষত্রের সাথে কথা বলতে শিখেছি রাত্রি জেগে জেগে।
ঘুমকে উপেক্ষা করে স্বপ্নের সাথে হাঁটতে শিখেছি,
কল্পলোকে উড়তে শিখেছি হাওয়ায় ভেসে ভেসে।
পাহাড়ের কাছে মৌন হতে শিখেছি,
দীর্ঘশ্বাসের ঝড়ো হাওয়ায় উড়িয়ে দিতে শিখেছি
হতাশার শুকনো ঝরা পাতা।
নাহ্!
- আমার আর কারো কাছেই কোন অভিযোগ নেই।
শুধু সন্ধ্যার ঘনায়মান আঁধারের মতো
জড়িয়ে থাকে সুতীব্র এক অভিমান,
মানুষের পরে, জীবনের পরে, পৃথিবীর পরে।