মোঃ তপু শেখ”গোপালগঞ্জ প্রতিনিধি:
সম্মান রক্ষার্থে
আমাদের প্রানপ্রিয় সংগঠন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় প্রতিষ্ঠা সভাপতি
মুজিব আর্দশের সৈনিক গ্রাম ডাক্তার জননেতাঃ
গ্রাম ডাক্তার আবদুস সাত্তার মহোদয়
ও
তরুণ প্রজন্মের গ্রাম ডাক্তার নজরুল ইসলাম রিপন মহোদয়
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি
গ্রাম ডাক্তার আবু-সাঈদ
সাংগঠনিক সম্পাদক & সমন্বয়ক অনলাইন মেম্বারশিপ সার্টিফিকেট ও আইডি কার্ড সমন্বয় সেল)
এর হাত হতে
আইডি কার্ড ও অনলাইন মেম্বারশিপ সার্টিফিকেট গ্রহন করেছি।
অনেকে ডাক্তারী সার্টিফিকেট ভূয়া গ্রাম লেখেন
এবং বড় পদ নিয়ে বসে থেকে আইডি কার্ড করেনি।
তাহারা গ্রাম ডাক্তার কল্যান সমিতে জুনিয়র
গোপালগঞ্জ জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির
টুংগীপাড়া”উপজেলা শাখার জন্য বিশেষ করে,
আমরা সম্মান জনক পদে থাকার যোগ্যতা রাখি
কই?
৫ উপজেলার ভিতরে কাউকে না রেখে
যদি কেহ বলে,যে
বড় কথা দুঃখজনক
সভাপতি হবে?গোপালগঞ্জ সদর
সিনিয়র সহ-সভাপতি হবে।কাশিয়ানী
সহ-সভাপতি হবে কোটালীপাড়া,
সহ-সভাপতি হবে মোকসেদপুর,
সাধারন সম্পাদক, টুংগীপাড়া।