March 27, 2025, 2:26 pm
শিরোনামঃ
নতুন রেঞ্জ ডিআইজিকে সিও, র‍্যাব-১৪ এর ফুলেল শুভেচ্ছা  ৩৭ লক্ষাধিক টাকা মূল্যের রড বোঝাই লরি ছিনতাই করার সময় দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা বিশেষ কায়দায় লুকানো ৪০ লক্ষ টাকা মূল্যের গাঁজা ও পিকআপসহ মাদক কারবারি দেলোয়ারকে গ্রেফতার ধানমন্ডিতে র‌্যাব পরিচয়ে দুর্ধর্ষ; ডাকাতির কাজে ব্যবহুত সরঞ্জাম, নগদ টাকাসহ সংঘবদ্ধ দলের ছয় সদস্যকে গ্রেফতার সাতক্ষীরায় বোরোধানে কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা ভুক্তভোগী কৃষক অন্যরা আতংকিত লক্ষ্মীপুরে বিধবার কৃষি জমির মাটি লুট, সাংবাদিক কে বিএনপি নেতার হুমকি মহান স্বাধীনতা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা ও শহীদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মহান স্বাধীনতা দিবস ২০২৫ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে র বীর শহিদদের প্রতি পুনাক সভানেত্রীর শ্রদ্ধা নিবেদন তেরখাদা থানা পুলিশের অভিযানে কয়েকটি মামলার আসামী আটক গ্রেফতার।(১১)
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আ’লীগের নেতা খোলস পাল্টানো বিএনপির নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

Reporter Name

স্টাফ রিপোর্টার ;

ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে শরীয়তপুরের জাজিরায় আওয়া মী লীগের নেতাদের সাথে ছিল নিয়মিত ওঠাবসা।নিজের এলা কা দাঁপিয়ে বেড়াতেন আওয়ামী লীগ নেতা পরিচয়ে। শরীয়ত পুর ১ আসনের সাবেক এমপি তথা পলাতক আওয়ামিলীগ নে তা  ইকবাল হোসেন অপুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন সর্ব মহলে।তবে এখন বিএনপি নেতা পরিচয়ে করছেন কাঁচাবাজার ও অন্যের জমি দখলের চেষ্টা।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভোল পাল্টে তিনি হয়ে গেছেন বিএনপির নেতা। নিজেকে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক দাবি করে করে সম্প্রতি একটি কাঁচাবাজার দখলে চাঁদাবাজি করে আলোচনায় আসেন তিনি। এরপর বিকে নগর বাজারে বিএনপির ক্লাব উদ্ভোদন, বিএনপির বিভিন্ন মিছিল মিটিংয়েও বর্তমানে সক্রিয় দেখা যাচ্ছে তাকে। তবে তিনি পরিচিত ছিলেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ঘনিষ্ঠজন এবং উপজেলা আ’লীগের নেতা হিসেবে।

অভিযোগ রয়েছে,সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর সমর্থনে বিকে নগর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। আ’লীগ নেতা পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তারসহ আ’লীগের প্রায় সকল রাজনৈতিক অনুষ্ঠানে প্রথম কাতারে থাকতেন তিনি আ’লীগের সক্রিয় কর্মী হিসেবে নিয়েছেন দলীয় নানান সুবিধাও।

গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরপরই বিএনপির বিভি ন্ন নেতাকর্মীদের সাথে সখ্যতা গড়ে তুলতে মরিয়া হয়ে ওঠেন তিনি।এজন্য বিএনপির প্রায় সকল অনুষ্ঠানে নিজের অনুসারী দের নিয়ে স্ব-দলবলে উপস্থিত হয়ে সম্মুখ সারীতে বসে বিএনপির নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টার পাশাপাশি বিভিন্ন মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেন রাজ্জাক মাদবর।

সম্প্রতি বিকে নগর আনন্দ বাজারে একটি কাঁচাবাজারে প্রায় দুই শতাধিক দোকান দখল করে চাঁদাবাজি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসময় তিনি নিজেকে বিকে নগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক দাবি করেন। তবে উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদার বিষয়টি অস্বীকার করেছেন।

নিজেকে বিএনপি নেতা দাবি করলেও তার নিকটস্থ সবাই একসময়ের আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলো। জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এর বিকে নগর ইউনিয়নের ১০৭-নং কেন্দ্রে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইকবাল হোসেন অপুর নির্বাচন কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য সচিব ছিলেন তিনি। তার সাথে রয়েছেন যুবলীগ ও ছাত্রলীগের পদধারী অনেকেই।

রাজ্জাক মাদবরের প্রতিবেশী ও স্থানীয়রা বলেন, রাজ্জাক মাদবর আ’লীগের সুবিধাভোগী নেতা। সে সাবেক এমপির খাস লোক হিসেবে পরিচিত ছিলো। এখন শুনতেছি, সে বিএনপি করে। বিএনপির বিভিন্ন মিছিল মিটিংয়েও তাকে দেখা যাচ্ছে আজকাল।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপির যুগ্ম আহ্বায়ক দাবি করা রাজ্জাক মাদবর জানান, তিনি ২০০০ সালে বিকে নগর ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। ২০০২ সালে তিনি উপজেলা যুবদলের সেক্রেটারি নির্বাচিত হয়েছিলেন। তবে নানা কারণে তার সেক্রেটারি পদ বাতিল করে আলমগীর চৌকিদারকে সেক্রেটারি পদ দেয়া হয়।এরপর অভিমানে বিএনপির সাথে তার একটু দুরত্ব তৈরি হয়েছিলো। তবে বর্তমানে তিনি বিকে নগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া বাজার দখলে নিয়ে চাঁদাবাজির বিষয়টি ভিত্তিহীন দাবি করে রাজ্জাক মাদবর বলেন, আমি চাঁদা নেই না বরং দেই। গরীব মানুষজন থাকলে সবসময়ই তাদের সহোযোগিতা করি। কাঁচাবাজারসহ বাজারসহ বাজারের আশপাশে আমাদের পৈতৃক সম্পত্তির পরিমাণ প্রায় ১৪ বিঘা। ওখান থেকে ৫ দাগে ১৬ শতাংশ জমি কিনে একজন পুরো সম্পত্তি দখল করে। আমরা সেটা উদ্ধার করেছি।

এদিকে জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদার জানান, বিকে নগর ইউনিয়ন বিএনপির ২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তারা হলেন, মিজান মুন্সী ও রফিক মাঝী। এর বাইরে সে কিছু জানে না।



Our Like Page
Developed by: BD IT HOST