July 27, 2024, 2:31 pm
শিরোনামঃ
কোটা সংস্কার আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধী অপশক্তির দেশব্যাপী নৈরাজ্য প্রতিবাদে মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধন উলিপুরের থেথরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের মৃ/ত্যু : লাখো মানুষের ভীর শাহজাদপুরে দেশী মদের দোকান সিলগালা করায় মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ জামালপুর জেলায় ধান – চাউল সংগ্রহের চিত্র ২টি আগ্নেয়াস্ত্র ও ২০৬ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে সিটিটিসি ১৬২ সদস্যকে ডিএমপির কল্যাণ তহবিল হতে আর্থিক অনুদান প্রদান উপবৃত্তির অর্থ পাইয়ে দিতে প্রতারণার ফাঁদ, মাউশির জরুরি বিজ্ঞপ্তি বিশেষ সম্মাননা পুরস্কার পেলেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি”র ওসি ফারুক হোসেন ঘুরেফিরে প্রভাবশালীরা ঢাকায়, গণপূর্তের ৫ নির্বাহী প্রকৌশলীর বদলি সিটিসি ডা: গোলাম রব্বানীই শেষ কথা: প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পে কসাইখানা নির্মাণে ভয়াবহ দুর্নীতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঈদের উপলক্ষে ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরণে দুর্ণীতি:

Reporter Name

সুলতানা রাজিয়া সান্ধ্য কবি: জাতীয় দৈনিক মুক্তিযুদ্ধ৭১ সংবাদ পত্রিকা: সিনিয়র রিপোর্টার।

দুর্ণীতির চরম শিখরে
উপজেলা উলিপুরের পান্ডুল ইউনিয়ন।

১৯ এপ্রিল (বুধবার) সকাল ১০টায় পান্ডুল ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।

ঈদুল ফিতরের উপহার উপলক্ষে কুড়িগ্রাম জেলার উপজেলা উলিপুরে পৌরসভা সহ ১৪টি ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ হচ্ছে, প্রতিটি পরিবারে ১০কেজি চাল বিতরণে কথা থাকলেও পান্ডুল ইউনিয়ন পরিষদে দুর্ণীতির অভিযোগ উঠেছে।
পাচ্ছেনা দরিদ্রপরিবার
এখানে শুধু দালালের কারবার।
মাঠ ঘুরে দেখা যায় অন্যান্য ইউনিয়নে হত দারিদ্রের মাঝে চাল বিতরণের অনিয়ম ধরা না পড়লেও পান্ডুলে তা স্পস্ট।

  • প্রতি একজনের হাতে ৩থেকে ৫, ৭, ১৫, ২০, করে কার্ডের স্লীপ জমা রয়েছে।
    ৫০টি স্লীপ ধারী একজনের কাছে জানতে চাইলে দৌঁড়ে পালায় আর বলতে থাকে আমার কাছে মাত্র ২০টি কার্ড।
    এইলোক পরিষদের কোন সদস্য নয় তবে জানা যায় তারা দালাল চক্র বটে।
    চোরের মত দৌঁড় দেখে হতবাক পরিষদের লোকজন।

আজকে কিছু ভিডিও তথ্যে জানা যায়,
পান্ডুল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম
এই দালাল চক্র দিয়ে ভিজিএফ এর চাল তুলে নিচ্ছেন।
বিষয়টি জানতে চাইলে
চেয়ারম্যান আমিনুল ইসলাম ক্ষিপ্ত হয়ে উঠেন
এবং চাল দেয়া বন্ধ করে দেন।
হতদরিদ্রদের মাঝে সঠিক ভাবে চাল পৌঁছেনা এমন অভিযোগ এলাকায় আনাচে কানাচে।
অভিযোগ কারীগণ নিজেকে প্রকাশ করতে রাজি নন।
উলিপুরের পান্ডুল দুর্ণিনীতে ভরপুর
এ নিয়ে সবার মুখে ছন্দ গানে উঠেছে সুর।

  • চাল পাওয়া স্লীপ ধারীরা অনেকে বলেন,
    প্রতিজনকে চাল মেপে দিলে ভাল হয়।
    কারণ চেয়ারম্যান আমিনুল ইসলাম একজনের হাতে চালের বস্তা দিচ্ছেন তারা আমাদের পাত্তা দিচ্ছেননা।
    এমনটি হলে শত শত দরিদ্রপরিবার এই ভিজিএফ এর চাল থেকে বঞ্চিত হবে।
    যারা হত দরিদ্র স্লীপ পাওয়ার যোগ্য পরিষদে
    এমন পরিবার খুবই কম
    চোখে পড়ে।

পরিষদে উপস্থিত নেই হতদরিদ্র পরিবার,
আছে শুধু টাউট- বাটপাড়।
ট্যাগ অফিসারের অনুপস্থিতে চাল বিতরণ করছেন ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম।
সাংবাদিক দেখে চাল দেয়া বন্ধ করেন।
এ বিষয়ে তথ্য জানতে চাইলে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে উঠেন।
বিষয়টি উপজেলা (ইউএনও ) শোভন রাংসা নির্বাহী কর্মকর্তা কে জানালে তিনি বলেন, বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে আপনি আরো ভাল করে তথ্য সংগ্রহ করে আমাদের জানান।

কুড়িগ্রাম জেলা প্রশাসন কে জানালে তিনি বলেন,
কোন দুর্ণীতি করার সুযোগ দেয়া হবেনা আমরা এই মুর্হতে খোঁজ নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page