প্রথম বাংলা – আসন্ন ঈদ-উল-আযহাকে সামনে রেখে ঘরমুখো মানুষ যেন তীব্র যানজট এবং ভোগান্তির শিকার না হয় সেই লক্ষ্যে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ নজরদারি রাখতে পুলিশ, পরিবহণ মালিক এবং শ্রমিকদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন ময়মনসিংহ জেলার মান্যবর পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা,বিপিএম,পিপিএম।
এছাড়াও সকল ধরনের ইজি বাইক, মিশুক, সিএনজি, মাহিন্দ্রা, রিক্সা যেনো কোন অবস্থাতেই শহরের মূল সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদানসহ যাত্রী ওঠানামা, পরিমিত ভাড়া আদায়, টোল আদায় সংক্রান্তে ফলপ্রসূ আলোচনা করা হয়।
১০ জুন ২০২৪ খ্রি. সোমবার
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোঃ রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),ফাল্গুনী নন্দী,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত )তাহমিনা আক্তার,সহকারী পুলিশ সুপার (এসএএফ) সহ ময়মনসিংহ জেলার পরিবহণ মালিক,শ্রমিক ইউনিয়ন এবং পেট্রোল পাম্প মালিক সমিতির সম্মানিত ব্যক্তিবর্গ।