প্রথম বাংলা — : রাজধানীর উত্তরা এলাকা থেকে ১২ হাজার পিস ইয়াবা টেবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ রাসেদুল ইসলাম ওরফে রাসেল, মোঃ মেহেদী হাসান ও টেনু মিয়া।
গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান ডিএমপি নিউজকে জানান, মঙ্গলবার ( ১১ অক্টোবর ২০২২) বিকাল ৫:৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা থানার আব্দুল্লাহপুরের খন্দকার ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ইয়াবসহ রাসেল, মেহেদী ও টেনুকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকরামুল হোসেন এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান এর তত্ত্বাবধানে এবং সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।