মোঃ আলমেস আলী, উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি:
বিএনপির ডাকা সারাদেশে হরতাল কেন্দ্র করে সিরাজ গঞ্জের উল্লাপাড়া উপজেলার উত্তর ভঙ্গের প্রবেশদার হাটিকুমরুল গোল চত্বরে সকাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এদিকে আঞ্চলিক বাস কম থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। গাড়ি কম থাকায় অনেককেই কর্মস্থলে যেতে না পেরে ফিরে যেতে দেখা যাচ্ছে।
আজ (২৯ অক্টোবর) রবিবারে ঢাকা- রংপুর – ঢাকা – বনপাড়া- ঢাকা -পাবনা মহাসড়কের হাটিকুমরুলে
গোল চত্বরে সরেজমিনে গিয়ে দেখা যায়। দূরপাল্লার বাস না থাকায় টিকিট কাউন্টারগুলোতে এখন সুমসাম অবস্থা বিরাজ করছে।
এ ছাড়া অন্যান্য দিনের থেকে সাপ্তাহের রবিবার কাউ ন্টারগুলোতে তুলনামূলক যাত্রীদের চাপ থাকে। আজ ও যাত্রীদের দেখা গেলেও কাউন্টারগুলো সব বন্ধ রয়েছে। আদুরী খাতুন নামে এক নারী বলেন, ‘আমি আমার নানার বাড়িতে টাঙ্গাইল যাওয়ার উদ্দেশ্যে হাটিকুমরুল রোড বাস কাউন্টারে এসেছি। কিন্তু এসে দেখি সব বাস কাউন্টার বন্ধ রয়েছে। এখন কীভাবে যাব বুঝতে পারছি না। আর কিছুক্ষণ অপেক্ষা করে দূরপাল্লার কোনো বাস না পেলে বাসায় চলে যাবো।
মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি বলেন‘গ্রামের বাড়ি তে আমার জরুরি কাজ রয়েছে, তাই আজ গ্রামের বাড়ি নাটোর যাওয়ার জন্য সকালে বের হয়েছি। প্রায় দুই ঘণ্টা ধরে দাঁড়িয়ে থেকে এখনো কোনো দূরপাল্লার গাড়ি পাচ্ছি না এখন কীভাবে যে গ্রামে যাই,তার বিক ল্প খুঁজে পাচ্ছি না।নাম প্রকাশে অনিচ্ছুক এক টিকিট বিক্রেতা বলেন, ‘সকাল থেকেই দূরপাল্লার টিকিট কাউন্টারগুলো বন্ধ রয়েছে।
বি এনপির ডাকা হরতালে গাড়ি বের করে নাই তাই কোন কাউন্টার খোলা হয় নাই। বাস না থাকায় আমরা টিকিট বিক্রি করতে পারছি না। আমাদের আজকে সম্পূর্ণ আয় বন্ধ হয়ে গেল। কবে কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তা এখনো বলতে পারছি না।’
এ বিষয়ে হাটিকুমরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এম ওয়াদুদ ) বলেন, সকাল থেকে মহাসড়কে গাড়ির চাপ কমতবে মহাসড়কে দূরপাল্লার যানবাহন নেই, সাধারণ মানুষের নিরাপত্তায় আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।