মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পত্রিকা ; সিনিয়র রিপোর্টার।
উলিপুরের বুড়াবুড়ী ইউনিয়নে এলজিএসপি প্রকল্পের ১টি রাস্তার উদ্বোধন করা হয়েছে।
রাস্তাটি ৩নং ওয়ার্ডের জাবিরার বাজার হইতে চাঁদ মিয়া বিএসসি মাস্টারের বাড়ির নদীরপাড় পর্যন্ত ৩৮৪ কিলোমিটার;৪ লক্ষ ৫৫ হাজার টাকা ব্যয়ে রাস্তাটির কাজ করা হয়।শনিবার সকালে এরাস্তাটি উদ্বোধন করেন, বুড়াবুড়ী ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান খন্দকার এরশাদ।
উদ্বোধন কালে এলকার দলীয় নেতৃবিন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন,রাস্তাটি পেয়ে এলাকার লোকজন আবেগে আপ্লুত হন এবং তারা বলেন,বন্যাহলে কাঁদা ও পানি জমে মানুষ এ রাস্তাটি দিয়ে চলাফেরা করা দুর্ভোগ ভোগে আসছেন।
এর আগে আমরা বহুবার চেয়ারম্যানদের কাছে ধন্না দিয়েও কোন ফল পাইনাই।এবার নবাগত চেয়ারম্যান আমাদের এ রাস্তার ব্যবস্থা করেন সে জন্য আমরা এলাকাবাসি কৃতজ্ঞ প্রকাশ করছি এবং চেয়ারম্যান সাহেবের চলার পথ সুগম হোক এবং তার দীর্ঘায়ূ কামনা করি।উদ্বোধন শেষে চেয়ারম্যান সাহেবের বক্তৃতাকালে তিনি বলেন,
সবার সহযোগিতায় বুড়াবুড়ী ইউনিয়ন একটি আদর্শ ইউনিয়ন হিসাবে রুপান্তর করতে চাই।এলাকায় উন্নয়নের কাজে আরো নুতন নুতন প্রকল্পের কাজ হাতে নেয়ার চেষ্টা চলছে।