July 27, 2024, 4:16 am
শিরোনামঃ
কোটা সংস্কার আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধী অপশক্তির দেশব্যাপী নৈরাজ্য প্রতিবাদে মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধন উলিপুরের থেথরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের মৃ/ত্যু : লাখো মানুষের ভীর শাহজাদপুরে দেশী মদের দোকান সিলগালা করায় মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ জামালপুর জেলায় ধান – চাউল সংগ্রহের চিত্র ২টি আগ্নেয়াস্ত্র ও ২০৬ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে সিটিটিসি ১৬২ সদস্যকে ডিএমপির কল্যাণ তহবিল হতে আর্থিক অনুদান প্রদান উপবৃত্তির অর্থ পাইয়ে দিতে প্রতারণার ফাঁদ, মাউশির জরুরি বিজ্ঞপ্তি বিশেষ সম্মাননা পুরস্কার পেলেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি”র ওসি ফারুক হোসেন ঘুরেফিরে প্রভাবশালীরা ঢাকায়, গণপূর্তের ৫ নির্বাহী প্রকৌশলীর বদলি সিটিসি ডা: গোলাম রব্বানীই শেষ কথা: প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পে কসাইখানা নির্মাণে ভয়াবহ দুর্নীতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উলিপুরে ইউনিয়ন ভূমি অফিস নানাবিধ সমস্যায় জর্জরিত

Reporter Name

নয়ন দাস,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার একটি ইউনিয়নে গত তিন মাস থেকে খাজনার রশিদ বই না থাকায় ভোগান্তিতে পড়ছেন জমির মালিক গন তাছাড়াও অনিয়মিত ভাবে অফিসের দায়িত্ব পালন, বন্যা আশ্রয়কেন্দ্রে অফিসের কার্যক্রমসহ নানাবিধ সমস্যায় জর্জরিত ভূমি অফিস।গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে জানা গেছে, উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস উপস্থিত হলে তালাবদ্ধ পাওয়া যায়।

জমির মালিক হষরত আলী,শমসের, ভোলা আমিন,কাসেম বেশ কয়েকজন জানান গত জুলাই মাস থেকে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে না পারায় জমি রেজিস্ট্রি কৃষি লোন ও নামজারি করতে ভোগান্তিতে পড়েছে ইউনিয়নের জমির নিজ মালিকেরা।তাছাড়াও ইতিপূর্বে ইউনিয়ন ভূমি অফিসের জায়গা ধরলা নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় গত২০১৩ইং সাল হইতে অফিসের কার্যক্রম অস্থায়ীভাবে আক্কেল মামুদ বন্যা আশ্রয় কেন্দ্রের দ্বিতীয় তলায় ঝুঁকিপূর্ণ একটি রুমে অফিসের কাজ চালিয়ে আসছেন।

এ ব্যাপারেবেগমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আকতার হোসেন জানান ভূমি অফিস স্থাপনের জন্য গত ২০১২ইং সালে আকেল মামুদ মৌজার এস,এ খতিয়ান নং১০২ এস,এ দাগনং১০১জমির পরিমান ১০ শতাংশ জমি জেলাপ্রশাসক বরাবর উলিপুর সাব রেজিস্ট্রার অফিসের দলিল সম্পাদন করিয়া দেই।এবংঅফিস ঘর স্থাপনের জন্য ইউনিয়ন ভূমি কর্মকর্তার সহায়তায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট কাগজপত্র জমা দেই।

অদ্যবধি পর্যন্ত অফিস ঘরে স্থাপনের জন্য কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।এলাকার অনেকে জানান বর্তমান অফিসটিতে ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুর রাজ্জাক নিয়মিত উপস্থিত থাকেননা। উর্দ্ধতন কর্তৃপক্ষ মহল এলাকায় কোন বিষয়ে তদন্তে আসলে খবরপেয়ে তিনি উপস্থিত থাকেন।

উক্ত ভূমি কর্মকর্তার বাসা কুড়িগ্রাম শহরে থাকায় নিজ বাসায় বসে অফিসের যাবতীয় কাজের সহি সম্পাদন করেন।ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারি ভাবে ল্যাপটপ প্রদান করা হলেওঅফিসে সংরক্ষিত রেকর্ড ও হোলড়িং বহি অফিসের পরিচ্ছন্ন কর্মী কাজির হোসেনের মাধ্যমে কুড়িগ্রামে বাসায় নিয়ে যান। অনেকে হয়রানি হয়ে ভূমি উন্নয়ন কর রশিদ তার বাসা থেকে সংগ্রহ করেন।

বেগমগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবদুর রাজ্জাক মুঠোফোন জানতে চাইলে দাখিলা বহি এসপ্তাহে হাতে পাওয়ার কথা অফিস তালাবদ্ধ থাকার কথা জানতে চাইলে তিনি বৃষ্টির কারনে আসতে পারেন নাই।সহকারী ভুমি কমকর্তা রফিকুল ইসলাম তিনি মাঝে মধ্যে অফিস আসেন।অফিস পিয়ন জহুর আলী তিনি নিয়মিত ভাবে অফিসে উপস্থিত থাকেন বলে স্থানিয়রা জানিয়েছেন।

আজ তালাবন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে তিনি হঠাৎ পারিবারিক সমস্যার কারনে এবং বৃষ্টি থাকার কারনে অফিসে উপস্থিত হতে পারিনি। বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া বলেন আমার কাছে জমির মালিকরা ভুমি অফিসের খাজনা রশিদ না-পাওয়াও ইউনিন ভূমি কর্মকর্তা নিয়মিত অফিস করেন না বলে জানান।

এ ব‍্যাপারে উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান মুঠোফোনে জানান জরুরি ভিত্তি তে দাখিলা বহিঅত্র ইউনিয়নের পৌঁছানোর জন্য নাজির সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে।দুই-একদিনের মধ্যে পৌঁছে যাবে। অফিস তালাবদ্ধ থাকার বিষয়টি জানতে চাইলে তিনি বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page