June 11, 2025, 3:20 pm
শিরোনামঃ
শাহজাদপুরে প্রেমিকের বাড়িতে গিয়ে হামলার শিকার প্রেমিকা ও তার মা, হাসপাতালে ভর্তি লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান টিউলিপ সিদ্দিক সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আগুন ক্ষমতা দখল করলেই সরকার হওয়া যায় না — এটা দুনিয়া দেখিয়ে দিল ইউনুসকে লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘ফাইটার বাবলু’ কুপিয়ে হত্যা আওয়ামী লীগ করার অপরাধে গভীর রাত্রে সন্ত্রাসীদের হামলায় নাছির মেম্বার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে লক্ষ্মীপুরে হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনতাই, পুলিশ ‘অবরুদ্ধ’ কক্সবাজারের চকরিয়ার উপজেলার কৈয়ারবিলে সন্ত্রাসী হামলায় নিহত ১; আহত ১ ঢাকার গুলিস্তানে মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক কেন্দুয়ায় জমি সংক্রান্ত জেরে ১জন যুবক খুন, বড় ভাই গুরুতর আহত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উলিপুরে কমিউনিটি ক্লিনিক দুর্নীতির স্বর্গরাজ্য দেখার যেন কেউ নেই

Reporter Name

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে চরাঞ্চলে সরকারি ক্লিনিক তালাবদ্ধ অবস্থায় থাকায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়েছে স্থানিয়রা। আজ রবিবার ২৫ শে সেপ্টেম্বর ২০২২ইং দুপুর ১২ টায় উলিপুর উপজেলার ১২ নং বেগমগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আকেল মামুদ সরকারি কমিউনিটি ক্লিনিকটি তালাবন্ধ দেখাযায় ।

এ বিষয়ে খোঁজখবর নেওয়া হলে স্থানীয় বাসিন্দা রাশেদুল,আইজল,ডাক্তার খয়বর আলী রাজা,সামাদ, মরিয়ম,সহ অনেকে জানান ক্লিনিকটি নিয়মিত খোলা না থাকায় বিনামূল্যে চিকিৎসা ও পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম থেকে বঞ্চিত হয়েছে সাধারণ জনগণ।

প্রতিদিন অফিস খোলাথাকা সময়পর্যন্ত পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের লোকজন মা ও শিশু ক্লিনিকের স্বাস্থ্য সেবা নিতে আসেন কর্তব্যরত লোক না থাকায় এবং তালাবদ্ধ থাকায় চিকিৎসা সেবা নিতে এসে শূন্য হাতে তাদের বাড়ি ফিরে যেতে হয়।দীর্ঘদিন থেকে এমন অবস্থা হলেও দেখার যেন কেউ নেই।

বেগমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আকতার হোসেন সত্যতা স্বীকার করেন।উক্ত ক্লিনিকের বর্তমান সভাপতি ও ইউপি সদস্য শফিকুল ইসলাম দুঃখ প্রকাশ করে জানান,বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাচ্ছেনা সাধারন জনগন আমি নিজ চোখে দেখা তালাবদ্ধ ছাড়া ক্লিনিকটি খোলা দেখতে পাইনি।

বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া সত্যতা স্বীকার করে জানান, অত্র ক্লিনিক সহ আমার ইউনিয়নের ২নংওয়াড বেগমগঞ্জ ক্লিনিক ও ৫নংওয়ার্ড আফতাবগঞ্জ ক্লিনিকের একই অবস্থা । বেগমগঞ্জ ইউনিয়নের এ, এইচ, আই, সাজু মিয়া ও পঃপঃইউনিয়ন ভিজিটর কামাল হোসেনের দায়সারা ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। বছরে দুই একদিন জাতীয় কোন প্রোগ্রামে উপস্থিত থাকলেও আর তাদের দেখা পাওয়া যায়না।

মাঠ পর্যায়ে তদারকি করেননা না বলে এলাকাবাসী জানিয়েছেন।আকেল মামুদ কমিউনিটিক্লিনিকের দায়িত্বরত সি,এইচ,সিপি,মুঠোফোনে জানান চরাঞ্চলের কারণে এরকম হয়।এ ক্লিনিকে দায়িত্বে আছেন স্থানীয় বাসিন্দা স্বাস্থ্য সহকারি আঃমালেক ও পঃপঃআনোয়ারা। তিনি জানান ঔষধ পারাপার করতেছি আগামীকাল ক্লিনিকে আসেন সাক্ষাতে কথা হবে।

এ ব্যাপারে উলিপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মেজ কাতুল আবেদকে বিষয়টি মুঠোফোনে অবগত করা হলে তিনি বিষয়টি জানা নেই। আমি সবেমাত্র যোগদান করেছি তবে খোঁজখবর নেবেন এবং চেয়ারম্যান কর্তৃক অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।



Our Like Page
Developed by: BD IT HOST