সুলতানা রাজিয়া সান্ধ্য কবিঃ
না হোক দ্বিতল ভবন একতলা ভবনেও শিক্ষার্থীদের মাঝে লুকিয়ে থাকা প্রতিভার বিকাশ।
এমন একটি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর আতিকুর রহমান ও ৪র্থ শ্রেনীর সাদিয়া তাবাচ্চুম মারজানা,শপৎ বাক্য পাঠ করে সাংবাদিককে চমক লাগিয়ে দিলেন।
অন্যান্য বিদ্যালয় দেখলে যেন মনে হয়
এটি একটি পাখির বাসা।
দ্বিতল ভবন না থাকলেও
শিক্ষার্থীদের মাঝে প্রতিভার কমতি নেই।
উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন জোবাইদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত।১৯৬৭ সালের অবস্থিত এই বিদ্যালয়টিতে
মোট শিক্ষক ৬জন তবে একজন ডিপুটিশনে আছেন।
শ্রেনীক্ষক রয়েছে মোট ৪টি।
শিশু শ্রেনীতে ৭২জন,
২য় শ্রেনীতে ৫৫ জন,
তৃতীয় শ্রেনীতে ৪৭জন,
বিদ্যালয়ে মোট ২৮৯ জন শিক্ষার্থী রয়েছে।
টীনসেটে ২টি কক্ষ
আদাপাকা ২টি কক্ষ
ও একটি অফিস কক্ষ রয়েছে।
সপ্নের এই বিদ্যালয়টি হতে যাচ্ছে বহুতলা ভবন
শিক্ষার্থীদের চোখে মুখে আনন্দের উচ্ছ্বাস।
জানতে চাইলে প্রধান শিক্ষক , মোঃ
এরশাদুল আলম বলেন,
বিদ্যালয়ের কাজটি একটু দেরী হচ্ছে কারন বিদ্যালয়ের সামনে কয়েকটি রেন্ট্রি কড়াই গাছ রয়েছে গাছটি অপসরণ হলে অতি সত্বরে কাজটি শুরু হবে বলে আশা রাখি।
বিদ্যালয়ের সামনে কয়েকটি রেন্ট্রি কড়াই গাছ অপসরণ করতে হবে এই মর্মে পরিবেশ অধিদপ্তরে একটি রেজুলেশন পাঠিয়েছি।
পরিবেশ অধিদপ্তর থেকে পরিদর্শন হয়েছে।
এ বিষয়
আর কিছু জানিনা।
প্রধান শিক্ষক আরও বলেন, অতিসত্বর কড়াই গাছগুলো অপসরণ করে দ্বিতলভবনটির কাজ দ্রুত ভাবে সমাপ্তি হলে আমরা শিক্ষার শ্রেনী বর্ধিত করে শিক্ষার মান আরো উন্নয়ন করবো বলে আশা রাখি।