October 16, 2024, 8:13 am
শিরোনামঃ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উলিপুরে বেলা এগারোটায় শিক্ষার্থীশূন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়

Reporter Name

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
মোঃশাহজাহান খন্দকার
কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের ২নং দক্ষিণ সাইদুল্ল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বেলা এগারোটায় শিক্ষার্থীশূন্য।

রবিবার (১১ জুলাই) বেলা এগারোটায় দক্ষিণ সাদুল্ল্যা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে চোখে পড়ে এমন চিত্র। বিদ্যালয়ের অফিস রুমে দেখা মেলে মাহমুদা নামের একজন সহকারী শিক্ষিকার।

শিক্ষার্থীশূন্যতার ব্যাপারে জানতে চাইলে সহকারী শিক্ষিকা মাহমুদা খাতুন বলেন, প্রধান শিক্ষকের দায়ীত্বে থাকা নাজমা খাতুন মাসিক মিটিংয়ে উলিপুরে আছেন, ফারহানা শারমিন নামের অপর সহকারী শিক্ষিকা স্কুল ছুটির পর বাড়ি চলে গেছেন।

শিক্ষার্থী শূন্যতার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমাদের অফিস নয়টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত, শিক্ষার্থী সংকট থাকায় আজ ১১টা ১৩ মিনি স্কুল ছুটি দিয়েছি।

এ ব্যাপারে প্রধান শিক্ষকের দায়ীতে থাকা নাজমা খাতুন বলেন, আমাদের বিদ্যালয়ে প্রাক/শিশু শ্রেণীতে শিক্ষার্থী ৩১ জন,প্রথম শ্রেণী ২৬, দ্বিতীয় শ্রেণীতে ৩০জন তৃতীয় শ্রেণীতে ৩০জন, চতুর্থ শ্রেণী ২১জন ও পঞ্চম শ্রেণীতে ২০জন, মোট শিক্ষার্থী ১৫৮জন।

স্কুল চলাকালীন প্রথম শ্রেণীর বাচ্চাদের মধ্যে ঝগড়া হওয়ায় বাচ্চাদের পৌঁছে দিতে অপর শিক্ষিকা ফারহানা শারমিন অভিভাবকের বাসায় গিয়ে ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন বলেন, এগারোটায় একজন শিক্ষককে পাওয়া গেছে এটাই অনেক বেশি।

এ ব্যাপারে সহকারী শিক্ষা অফিসার ফরহাদ হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বিষয়টি জানতাম না এখন জানলাম, আর আমাদের স্কুল টাইম সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। কেনো এমনটা হলো তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page