কুড়িগ্রাম প্রতিনিধি মোঃ শাহজাহান খন্দকার
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে উলিপুর থানা পুলিশ প্রশাসন। আটক মাদক ব্যবসায়ী মোঃ শাহিনু র রহমান উপজেলার দূর্গাপুর ইউনিয়নের যমুনা পাইকপাড়া গ্রামের মৃত মজির উদ্দিনের পুত্র। অপর মাদক ব্যবসায়ী মোঃ শাহরিয়ার রাজিব সাজু মন্ডল পাড়া নামাটারী গ্রামের মৃত মাহা আলমের পুত্র।
তথ্য সুত্রে জানাযায়, সোমবার রাতে গোপন সংবা দের ভিত্তিতে উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে র যমুনা পাইকপাড়া এলাকার শাহিনুর রহমানের বাড়ীতে মাদক বিক্রির খবর পায় উলিপুর থানা পুলি শ। পরে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সংগীয় ফোর্স অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ মোঃ শাহিনুর রহমান ও মোঃ শাহরিয়ার রাজিব সাজুকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী শাহিনুর রহমানের বিরুদ্ধে ৯ টি মাদক মামলা,১ টি হত্যা মামলা,১ টি চুরি মামলাসহ মোট ১১ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
মঙ্গলবার(১০ জানুয়ারি) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান জানান,আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজ তে প্রেরণ করা হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম জানান,কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।