মোঃশাহজাহান খন্দকার কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২২ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি সুচনা হয়।‘দুর্যোগে আগাম সতর্কবার্তা,সবার জন্য কার্যব্যবস্থা’
এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এ বছরও বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ পালিত হচ্ছে। ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২’ উপলক্ষে উলিপুর উপজেলা মাঠ প্রাঙ্গণে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগে করণীয় বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।মহড়ায় সার্বিক নেতৃত্ব প্রদান করেন উলিপুর ফায়ার স্টেশন এর স্টেশন অফিসার জনাব মোঃ সাইফুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন পেশা জীবি লোকজন ও কোমল মতি শিক্ষার্থী বৃন্দ।