December 8, 2024, 3:37 pm
শিরোনামঃ
ছাত্রদলের সভায় দাওয়াত পায়নি শিবির-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ, বাস চলাচল বন্ধ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রকাশ্যে বিরোধীতাকারী স্বৈরাচার সরকারের দোসর দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চারসদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ কারাগার থেকে পালানো ৭৭০ আসামি এখনও ধরা পড়েনি: কারা মহাপরিদর্শক জয়পুরহাটে টাকা দিয়েও সার পাচ্ছেন না কৃষক ত্রিপুরায় সহকারী হাইকমিশনে হামলা-ভাঙচুর, ছিঁড়ে ফেলা হলো বাংলাদেশি পতাকা গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত অনিয়ম ও দুর্নীতিবাজ সিন্ডিকেট বহাল তবিয়তে আন্দোলনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ডিএমপি কমিশনার সাড়ে ২২ হাজার কোটি টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকে দেয়া হয়েছে: গভর্নর
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উলিপুর উপজেলায় ৪৩ দিনের নবজাতক রেখে মায়ের মৃত্যু

Reporter Name

কুড়িগ্রাম প্রতিনিধি মোঃশাহজাহান খন্দকার

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নে ৪৩ দিনের নবজাতক কে রেখে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।সোমবার (১০ অক্টোবর) শ্বশুর বাড়ির অমানবিক নির্যাতনের শিকার হয়ে প্রাণ দিতে হয় এক সন্তানের জননী স্বপ্না বেগমকে বলে আশঙ্কা এলাকা বাসির।

কাবিননামা সূত্রে জানা যায়,গত ৩০-০৭-২০২১ইং তারিখ দলদলিয়া ইউনিয়ন কদমতলা নিবাসী বদিউজ্জামান এর পুত্র নুর আলমের সহিত উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের পাকার মাথার বাসিন্দা মোঃ আব্দুল জব্বারের নাতনী মোঃ সোলেমান হোসেনের কন্যা সপ্না বেগমের (২০) পারিবারিক ভাবে বিবাহ সম্পূর্ণ হয়। পারিবারিক জীবন যাপন চলাকালীন স্বপ্না বেগমের কোল জুড়ে আসে ফুট ফুটে একটি কন্যা সন্তান।

স্বপ্না বেগমের কন্যা সন্তান হওয়াতে নারাজ ঘাতক স্বামী নুর আলম সহ তার পরিবার। কন্যা সন্তান জম্ম দেওয়ায় শুরু হয় স্বপ্না বেগমের উপর অমানবিক নির্যাতন। পরিবারের লোকজন ও ঘাতক নুর আলম বিভিন্ন রকম নির্যাতন চালাতে থাকে স্বপ্না বেগম এর উপর, নির্যাতনের অবসান ঘটে আজকে স্বপ্না বেগম এর নির্মম মৃত্যুর পর৷ স্বপ্নার স্বামী এবং শশুর বাড়ির অন্যান্য সকল সদস্য ঘটনার পর বাড়ি ছেড়ে পালাতক।অসহায় ৪৩ দিনের নবজাতক কন্যা শিশুটির কি হবে এ প্রশ্ন স্থানীয় এলাকাবাসীর।

এ সম্পর্কে জানতে চাইলে উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী সরকার বলেন, শুনেছি সে আত্মহত্যা করেছে। ঘটনাটি পুলিশি তদন্তের পর বিষয়টি প্রমাণ হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূর মরদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে এ বিষয়ে এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।



Our Like Page