সুলতানা রাজিয়া সান্ধ্য কবি মুতিযোদ্ধা ৭১ সংবাদ পত্র সিনিয়র রিপোর্টার।কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মোঃ সোলেমান হোসেন এর বিরুদ্ধে গত ১৯/১০/২০২২ ইং তারিখে উলিপুর উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় শিরোনামে বেশকয়েকটি অনলাইন পোর্টালে নিউজ প্রকাশ হয়,, উক্ত নিউজের প্রবাদ জানিয়েছেন উলিপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সোলেমান হোসেন।
তিনি সাংবাদিকদের জানান একটি স্বার্থনেসী মহল, আমাকে ও আমার উলিপুর আনসার ভিডিপি কে হ্যায়প্রতিপন্ন করার জন্য সাংবাদিকদের মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে এই ভিত্তিহীন নিউজটি প্রকাশ করে। আমি ও আমার সকল আনসার সদস্য এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরো জানান এই ভিত্তিহীন নিউজটি প্রকাশের ক্ষেত্রে কোন সংবাদকর্মী আমাকে ফোন করেনি,,কিন্তু নিউজে উল্লেখ আছে আমাকে ফোন করে পায়নি ইহা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট।