November 7, 2024, 6:30 am
শিরোনামঃ
ময়মনসিংহে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান সন্ত্রাসী আপেল গ্রেফতার :দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার কোনো অপরাধীর ছাড় নেই, সে যত প্রভাবশালীই হোক – স্বরাষ্ট্র উপদেষ্টা শমী কায়সার গ্রেফতার বিশেষ চেকপোস্টে ৩১০০০ পিস টাপেন্টাডল ও ১০০৪ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বিশ্ব নেতাদের অভিনন্দন ২৫ টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার বংশাল থানা পুলিশের; নিষ্ক্রিয় করলো সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট আপত্তিকর বক্তব্য, এবার ছাত্র আন্দোলনের সমন্বয়ককে শোকজ চাটখিল সেনাবাহিনী ক্যাম্পাসে অস্ত্র উদ্ধারের ভুল তথ্য দিয়ে সুরাইয়া বেগমের পরিবারকে হয়রানি ঘটনাস্থলে কিছুই পাইনি মধ্যরাতে ফরেস্ট অফিসে সাংবাদিক পরিচয়ে ৮/১০ জনের হানা থানায় জিডি মঠবাড়িয়ায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বস্বান্ত হলেন হানিফ মিয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

এই বাংলাদেশের মানুষ আমার পরিবার আমার আপনজন, টুঙ্গিপাড়ার জনসভায় শেখ হাসিনা

Reporter Name

মোঃ তপু শেখ,গোপালগঞ্জ প্রতিনিধি:

১৯৭৫ সালে মা বাবা ভাইবোন আত্মীয় সজন সকলকে হারিরে আমি আমি আমার পাশে পেয়েছি আপনাদের কে।আপনাদের ভাগ্য পরিবর্তন করতে প্রাণ খুলেকাজ করে যাচ্ছি,আমার পাশে ছিল আমার ছোটবোনরেহেনা শনিবার (৩০ ডিসেম্বর)গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সর কারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে আয়োজিতনি র্বাচনী জনসভায় এসব কথা বলেন আওয়ামী লীগ সভা পতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন,আমি দেশে এসে আমার পরিবারকে খুজ ছিলাম তখন আমাকে স্বৈরাচারী বিএনপি বিভিন্ন কাজে বাধা দেয়।তবে সেদিন আমি আমার ভাইদের কে নাপে লেও এয়ারপোর্টে হাজার হাজার মানুষ আমার পাশে দাঁড়িয়ে ছিল।

সেদিন থেকেই দেশের উন্নয়নের জন্য কাজ করেযাচ্ছি আমাকে হত্যার জন্যে বিএনপি জামায়াতের বিভিন্নসম য়ে বিভিন্ন হামলায় আমার এই জনগণ মানবঢালহয়েছি ল আর আল্লাহর রহমতে আমি বেঁচে আছি। স্বাধীনতা বিরোধী সেই অপশক্তি আজও মাথা চাড়া দিয়ে উঠছে আগুন সন্ত্রাসী করাই হচ্ছে।বিএনপি জামায়াতের কাজ লন্ডনে বসে তারেক জিয়া হুকুম দেয় আর তার কথা শু নে একদল বিপথগামী লোক অ্যাম্বুলেন্স,হাসপাতালে হামলা সহ পুলিশ সদস্যও পিটিয়ে মেরেছে। ভবিষ্যতে যদি আবার ও এমন কোনো কাজ করে তাহলে ঐতারে ক জিয়া কে ধরে এনে আইনের আওতায় আনবো।

এসময় নৌকা মার্কায় ভোট চেয়ে তিনি বলেন,আগামী ৭ই জানুয়ারি পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়া মী লীগকে দিয়ে জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত কর ছি আমি অনেক ভাগ্যবান যে আপনাদের মত জনগণ পেয়েছি।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবুল শেখ এর উপস্থিতিতে এমদাদুল হক বিশ্বাসের স ঞ্চানলায়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়া ম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শে খ ফজলুল করিম সেলিম,বাগেরহাট-১ আসনের এম পি শেখ হেলাল উদ্দীন,

খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল,গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, বিপ্লবী সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম প্রমুখ।
আজ নির্বাচনী প্রচারের অংশ হিসেবে টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে ভাষণ শেষে গোপালগঞ্জ র কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান কলেজ মাঠে আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।



Our Like Page